Acid Attack

ডায়মন্ড হারবার বেড়াতে এসে লিভইন সঙ্গীর উপর অ্যাসিড হামলা বিষ্ণুপুরের যুবকের! গ্রেফতার

হুগলি নদীর তীরে ঘুরে বেড়াচ্ছিলেন যুগল। দু’জনের মধ্যে হঠাৎ কথা কাটাকাটি শুরু হয়। সেই সময় আচমকা তরুণীর উপর অ্যাসিড ছুড়ে মারেন তাঁর সঙ্গী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ২০:৫০
Share:

—প্রতীকী চিত্র।

ডায়মন্ড হারবারের রাস্তায় কার্বোলিক অ্যাসিড নিয়ে প্রেমিকার উপর হামলার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ডায়মন্ড হারবার থানার হুগলি নদীর তীরে ঘুরে বেড়াচ্ছিলেন যুগল। দু’জনের মধ্যে হঠাৎ কথা কাটাকাটি শুরু হয়। সেই সময় আচমকা তরুণীর উপর অ্যাসিড ছুড়ে মারেন তাঁর সঙ্গী। ওই যুবকের নিজের শরীরেও খানিকটা অ্যাসিড পড়ে যায়। ওই অবস্থায় দু’জনকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তাঁরা দু’জনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে ভর্তি করেন।

পরে যুগলের পরিচয় জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার রসপুঞ্জের বাসিন্দা শেখ শাহরুখ। যাঁর উপর অ্যাসিড ছুড়েছেন, তাঁর সঙ্গে বেশ কিছু দিন ধরে একত্রবাসের সম্পর্কে ছিলেন তিনি। একত্রবাসের সঙ্গীকে নিয়ে সোমবার ডায়মন্ড হারবার ঘুরতে আসেন শাহরুখ। তার পরই ওই অ্যাসিড হামলার ঘটনা। পুলিশ জানিয়েছে, অ্যাসিডে আক্রান্ত তরুণী মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে বলেন, ‘‘বেশ কিছু দিন ধরে অভিযুক্ত যুবকের সঙ্গে লিভইন সম্পর্কে ছিলেন ওই তরুণী। তাঁদের মধ্যে কোনও বিষয়ে অশান্তি হয়। তার পরই অ্যাসিড ছোড়েন যুবক। তাতে তিনি নিজেও আহত হয়েছেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তা ছাড়া আক্রান্ত তরুণীর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল রয়েছে। প্রাণহানির আশঙ্কা নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement