Agitation

বৃষ্টি হলেই জল জমে থাকে, সমস্যার সমাধান চেয়ে বারাসতের কাছে যশোর রোড অবরোধ স্থানীয়দের

সমস্যার কথা প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন অবরোধকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

বারাসত শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১২:৫৫
Share:

যশোর রোড অবরোধ স্থানীয় বাসিন্দাদের। নিজস্ব চিত্র।

একটু বৃষ্টি হলেই জমে হাঁটু সমান জল। নিকাশী ব্যবস্থা এতটাই খারাপ যে সেই জল কিছুতেই নামে না। ফলে দিনের পর দিন ধরে জলমগ্ন হয়ে থাকতে হয়। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে যশোর রোড অবরোধ করলেন উত্তর ২৪ পরগনার বারাসতের ১ নম্বর ব্লকের কাজীপাড়া এলাকার বাসিন্দারা। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চালানো হবে বলে জানিয়েছেন তাঁরা।

Advertisement

ওই এলাকার বাসিন্দা এবং অবরোধে অংশ নেওয়া শের মহম্মদ আলি এ নিয়ে বলেছেন, ‘‘বছরের পর বছর ধরে আমাদের এই এলাকায় জল জমার সমস্যা রয়েছে। জল জমে ঘরে জল ঢুকে যায়। থাকা খাওয়ার সমস্যা হয়। গত কালও এক বাচ্চাকে সাপে কামড়ে দিয়েছে। সে এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।’’

এই সমস্যার কথা প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন অবরোধকারীরা। এ ব্যাপারে তাঁরা বলেছেন, ‘‘আমরা বিডিও, মহকুমা শাসকের কাছে আগে একাধিকবার ডেপুটেশন দিয়েছি। আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি।’’

Advertisement

ঘটনা নিয়ে ওই ব্লকের বিডিও সৌগত পাত্র বলেছেন, ‘‘আগামী বুধবার বিষয়টি নিয়ে আলোচনা করে একটা সমাধান খোঁজা হবে।’’ আলোচনার দিন ধার্য হওয়ার পর অবরোধ তুলেছেন স্থানীয়রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement