খাদ্য আন্দোলনে পুলিশের গুলিতে ‘প্রথম শহিদ’ হয়েছিল স্বরূপনগরের নুরুল ইসলাম। ১৯৬৬ সালের ১৭ ফেব্রুয়ারি তার বুকে গুলি লাগে। সে সময়ে নুরুল পড়ত পঞ্চম শ্রেণিতে। খাদ্য আন্দোলনের ৫০ বছর উপলক্ষে বুধবার তেঁতুলিয়া হাইস্কুলের পাশে নুরুলের সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে বামপন্থীদের বারোটি ছাত্র-যুব সংগঠনের পক্ষে সাইকেল জাঠা বের করা হয়। উপস্থিত ছিলেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য, নেপালদেব ভট্টাচার্য, মহম্মদ সেলিম, হামালউদ্দিন আহমেদরা, নীহারেন্দ্র চট্টোপাধ্যায় এবং নুরুলের ভাই সুরত আলি মোল্লা।