নথিতে অনিয়ম,বন্ধ নার্সিংহোম

পাথরপ্রতিমা ও ডায়মন্ড হারবার: মঙ্গলবার অভিযান হয়েছিল সাগরদ্বীপে। বুধবার হল পাথরপ্রতিমায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ০১:২১
Share:

পাথরপ্রতিমা ও ডায়মন্ড হারবার: মঙ্গলবার অভিযান হয়েছিল সাগরদ্বীপে। বুধবার হল পাথরপ্রতিমায়।

Advertisement

বাদুড়িয়ায় শিশু পাচার চক্রে নার্সিংহোমের নাম জড়িয়ে যাওয়ার পর থেকেই দুই ২৪ পরগনার বিভিন্ন নার্সিংহোম এবং হাতুড়ের চেম্বারে টানা অভিযান চলছে। ধরা পড়ছে বিস্তর গরমিল। বুধবারের অভিযানেও তার ব্যতিক্রম হল না। এ দিন পাথরপ্রতিমার একটি নার্সিংহোম সিল করে দেওয়া হয়েছে। তিনটি নার্সিংহোমকে দ্রুত নথি ঠিক করার নোটিস দেওয়া হয়েছে। এ ছাড়াও, সিল করে দেওয়া হয়েছে এক হাতুড়ের চেম্বার।

এ দিন পাথরপ্রতিমার গদামথুরার মা সারদা মাতৃমঙ্গল নামে একটি নার্সিংহোমে গিয়ে দেখা গেল, সেখানে ভর্তি থাকা এক মহিলা রোগীর রাষ্ট্রীয় স্বাস্থ্যবিমা যোজনা-সহ কয়েকটি সরকারি প্রকল্পের কার্ড আটকে রেখেছে নার্সিংহোম। বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ সদুত্তর দিতে না পারায় প্রতিনিধি দলের সদস্যেরা ওই মহিলাকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। ওই নার্সিংহোমকে পনেরো দিনের মধ্যে সব নথি এবং পরিকাঠামো ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন মাধবনগরের মাদার টেরিজা নার্সিংহোমের নথিতে বিস্তর গরমিল দেখা যাওয়ায় সেটিকে এক মাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সবিতা মেটারনিটি হোম নামে রামগঙ্গার একটি নার্সিংহোমকে দ্রুত নথি ঠিক করতে বলা হয়েছে।

Advertisement

এ দিন প্রশাসনের প্রতিনিধি দলটি ধ্রুব বাজার এলাকায় হাতুড়ে বিকাশ নায়েকের চেম্বারেও হানা দেয়। চেম্বারের কোনও নথি না থাকলেও সেখানে রোগী ভর্তির ব্যবস্থা রয়েছে। সব কিছু খতিয়ে দেখে ওই চেম্বারে তালা দিয়ে দেওয়া হয়। পাথরপ্রতিমার দিগম্বরপুরে সাজাপ্রাপ্ত নাবালকদের একটি হোম রয়েছে। সেখানে গিয়ে আবাসিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসনের প্রতিনিধিরা। তবে প্রশাসন সূত্রে খবর, সেখানে পরিকাঠামোয়
গাফিলতি মেলেনি।

ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা কারও ব্যবসা বন্ধ করছি না। কিন্তু প্রচুর অনিয়ম হচ্ছে। লোকবল কম থাকলেও নজরদারি সকলকেই বাড়াতে হবে।’’

বুধবারই বেলা ৩টে নাগাদ প্রশাসনের অন্য একটি প্রতিনিধি দল ফলতার ফতেপুর বাসস্ট্যান্ডের কাছে অর্পণ নার্সিংহোম এবং মল্লিকা নার্সিংহোমে যায়। দু’টি নার্সিংহোম থেকেই কোনও নথি মেলেনি। মালিকদের দাবি, সেগুলি বছর কয়েক ধরে বন্ধ রয়েছে। এরপরে ওই দলটি দোস্তপুর মোড়ের কাছে নিবেদিতা নার্সিংহোমে যায়। সেখানেও নথি ঠিক না থাকায় দ্রুত নথি ঠিক করতে বলা হয়েছে।

রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ। রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামের মানুষ। বুধবার ঘটনাটি ঘটেছে সন্দেশখালির সরবেড়িয়া এবং আকুঞ্জিপাড়ার ধামাখালি রোডে। কয়েক ঘণ্টা বিক্ষোভ চলে। পুলিশ গিয়ে বোঝালে শান্ত হয় জনতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement