ভুল চিকিৎসায় মৃত্যুর নালিশ

হাসপাতালের গাফিলতিতেই মৃত্যু হয়েছে রোগীর। ক্যানিঙের মহকুমা স্বাস্থ্য দফতরে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাসন্তী শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৭:৪৮
Share:

হাসপাতালের গাফিলতিতেই মৃত্যু হয়েছে রোগীর। ক্যানিঙের মহকুমা স্বাস্থ্য দফতরে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার।

Advertisement

মহকুমা স্বাস্থ্য দফতর এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মানবেন্দ্র ঘরামি (২৭)। বাড়ি বাসন্তীর ঝড়খালিতে। রবিবার রাতে তিনি এবং তাঁর স্ত্রী নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। রাত ২টো নাগাদ সর্পদষ্ট হন।

তাঁকে বাসন্তী হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার সকালে অবস্থার অবনতি হলে ক্যানিং হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। কিন্তু ক্যানিং হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে দেখে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করতে বলেন। কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মারা যান মানবেন্দ্রবাবু।

Advertisement

মৃতের শ্যালক পিন্টু মণ্ডলের অভিযোগ, বাসন্তী হাসপাতালে ভুল চিকিৎসা করা হয়েছে। তারপর রোগীর অবস্থা খারাপ হলে তাঁকে ক্যানিং হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ক্যানিং হাসপাতালের চিকিৎসক রোগীকে না দেখেই কলকাতায় নিয়ে যেতে বলেন। মৃতের পরিবারের দাবি, বাসন্তী হাসপাতালে সুকিৎসা হলে কিংবা ক্যানিং হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা গেলে এ ভাবে প্রাণহানি হতো না। পুরো বিষয়টি তাঁরা লিখিত ভাবে মহকুমা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছেন।

ক্যানিঙের মহকুমা স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল সরকার বলেন, ‘‘একটি অভিযোগ পেয়েছি। ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ওই রোগীর চিকিৎসা-সংক্রান্ত সব প্রয়োজনীয় কাগজ চেয়ে পাঠিয়েছি। সমস্ত বিষয় খতিয়ে দেখে জেলা স্বাস্থ্য দফতরকে জানাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement