Girl

প্রেমের টানে বাংলাদেশ থেকে পালিয়ে এ দেশে নাবালিকা 

দুই কিশোর-কিশোরী এ দেশে পালিয়ে আসে। দালাল ধরে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে চোরাপথে এ দেশে আসে ২৪ অগস্ট। বাংলাদেশের মন্দিরে বিয়েও করেছিল বলে জানিয়েছে দু’জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবড়া শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ০৩:২০
Share:

প্রতীকী চিত্র

প্রেমিকের হাত ধরে চোরাপথে বাংলাদেশ থেকে এ দেশে পালিয়ে এসেছিল সতেরো বছরের এক নাবালিকা। নাবালক প্রেমিকের সঙ্গে তার বিয়েও হয়েছিল। সংসার শুরু করেছিল দু'জনে। তবে শেষরক্ষা হল না। নাবালিকার বিয়ে এ দেশে বেআইনি। খবর পেয়ে পুলিশ শ্বশুরবাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে। নাবালক প্রেমিককেও জুভেনাইল আদালতে তোলা হয়েছে।শুক্রবার ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, সতেরো বছরের ছেলেটি লকডাউনের আগে বাংলাদেশের খুলনা জেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। দালাল ধরে চোরাপথে গিয়েছিল। তার বাড়ি হাবড়া শহরে। বাংলাদেশে ছেলেটির আত্মীয় বাড়ির কাছেই মেয়েটির বাড়ি। সেই সূত্রে দু’জনের পরিচয় হয়। ঘনিষ্ঠতা গড়ে ওঠে। নাবালিকার পরিবার দু’জনের সম্পর্ক জানতে পারে। তাঁরা আপত্তি জানান।

Advertisement

দুই কিশোর-কিশোরী এ দেশে পালিয়ে আসে। দালাল ধরে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে চোরাপথে এ দেশে আসে ২৪ অগস্ট। বাংলাদেশের মন্দিরে বিয়েও করেছিল বলে জানিয়েছে দু’জন। হাবড়ার বাড়িতে এসে সংসার শুরু করে তারা। নাবালক ছেলেটি সেলাইয়ের কাজ করে। পাড়া-প্রতিবেশীদের মেয়েটিকে দেখে সন্দেহ হয়। আঠারো বছর হয়নি বলেই তাঁদের মনে হয়েছিল। স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে হাবড়া থানার আইসি গৌতম মিত্রের কাছে খবর পৌঁছয়। চাইল্ড লাইনও খবর পায়। চাইল্ড থানায় অভিযোগ করে। পুলিশ শুক্রবার ছেলেমেয়ে দু’টিকে থানায় নিয়ে আসে। নাবালকের বিরুদ্ধে নাবালিকা বিয়ে এবং তাকে অপহরণের মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার চাইল্ড লাইনের মাধ্যমে নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে তোলা হয়। কমিটি তাকে হোমে পাঠিয়েছে। শনিবার ছেলেটিকে জুভেনাইল আদালতে তোলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement