Magrahat

Fake Doctor: মগরাহাটে ধরা পড়ল ভুয়ো চিকিৎসক! দোষ স্বীকার অভিযুক্তের

চিকিৎসক হওয়ার প্রয়োজনীয় শংসাপত্র যে তাঁর নেই, তাও স্বীকার করে নিয়েছেন তিনি। তাঁকে আটকও করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মগরাহাট শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ০১:৪১
Share:

ভুয়ো চিকিৎসক। —নিজস্ব চিত্র।

দীর্ঘদিন ধরে রমরমিয়ে ব্যবসা চালানোর পর পর্দাফাঁস হল এক ভুয়ো চিকিৎসকের। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ধামুয়া এলাকার চেম্বারে সংবাদমাধ্যমের এক কর্মীর কাছে ধরা পড়ে যান তিনি। পেসক্রিপশনে এমবিবিএস লিখলেও, সেই শংসাপত্র দেখাতে পারেননি নিজেকে চিকিৎসক বলে দাবি করা ওই ব্যক্তি। চিকিৎসক হওয়ার প্রয়োজনীয় শংসাপত্র যে তাঁর নেই, তাও স্বীকার করে নিয়েছেন তিনি। তাঁকে আটকও করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি নিজের পরিচয় দিতেন লুইজ ফিলিপ নামে। তাঁর প্রেসক্রিপশনে ‘এমবিবিএস’-সহ একাধিক মেডিক্যাল ডিগ্রির উল্লেখ থাকত। জাল প্রেসক্রিপশন ছাপিয়ে কয়েক মাস ধরেই মগরাহাটের ধামুয়া, বানেশ্বরপুর-সহ একাধিক জায়গায় চিকিৎসা করছিলেন তিনি। মগরাহাট থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একাধিক জায়গায় ছিল তাঁর চেম্বার। সেখানেই চলত রোগী দেখা। পাশাপাশি তিনি জাল ওষুধ বিক্রির সঙ্গেও জড়িত বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement