Shahjahan Sheikh

রেশন দুর্নীতি থেকে বিদেশে আর্থিক লেনদেন, শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে বসিরহাট আদালতে ইডি

সব মিলিয়ে ইডির পাঁচ জনের একটি প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় বাহিনী আসে আদালতে। আধিকারিকদের সঙ্গে রয়েছে ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার- সহ বেশ কিছু কাগজপত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ১১:০৯
Share:

শাহজাহান শেখ। —ফাইল চিত্র।

শাহজাহান শেখকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। সেই অনুমতির জন্য বসিরহাট মহকুমা আদালতে পৌঁছলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। শনিবারই আদালতে আবেদন করছেন তাঁরা।

Advertisement

রেশন দুর্নীতি মামলা, বিদেশের সঙ্গে আর্থিক লেনদেন-সহ একাধিক বিষয়ে বসিরহাট উপ-সংশোধনাগারে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার জন্য বসিরহাট মহকুমা আদালতের কাছে আবেদন জানাবে ইডি। সব মিলিয়ে ইডির পাঁচ জনের একটি প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় বাহিনী আসে আদালতে। আধিকারিকদের সঙ্গে রয়েছে ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার- সহ বেশ কিছু কাগজপত্র।

সন্দেশখালিকাণ্ডে শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে সিবিআই-এর হাতে তুলে দিয়েছিল রাজ্য পুলিশ। আপাতত সিবিআইয়ের হেফাজতে সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা। বৃহস্পতিবার তাঁর ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত।এখন সিবিআইয়ের তদন্তের পাশাপাশি শাহজাহানের বিরুদ্ধে আমদানি-রফতানি সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডিও। ইডি সূত্রের খবর, সেই মামলাতেই সন্দেশখালির নেতাকে জেরা করতে চায় তারা। কেন্দ্রীয় সংস্থার সূত্র জানিয়েছে, শুধু জেরাই নয়, শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার কথাও ভেবেছে ইডি। সেই মতো আগামী সপ্তাহে কলকাতার বিশেষ ইডি আদালতে আবেদন করার পরিকল্পনাও রয়েছে। সম্প্রতি শাহজাহান এবং তাঁর সঙ্গে সম্পর্কিত প্রায় ১৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। তার মধ্যে রয়েছে জমি, ফ্ল্যাট, মাছের ভেড়ি। সন্দেশখালি, সরবেড়িয়া এবং কলকাতায় সেই সব সম্পত্তি রয়েছে। আমদানি-রফতানি সংক্রান্ত মামলায় সন্দেশখালির বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে ইডি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement