বিদ্যাধরী পারাপারে ফুটব্রিজ করছে রেল

স্থানীয়েরা জানাচ্ছেন, ওই স্টেশন থেকে মৌলপোতা, দোগাছিয়া, হাসিয়া, বেলিয়াঘাটার মানুষ কর্মসূত্রে কলকাতা যাতায়াত করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৮
Share:

বিপজ্জনক: বিদ্যাধরী নদীর উপরে এ ভাবেই রেললাইন পেরিয়ে ঝুঁকির পারাপার করতে হয় নিত্যযাত্রীদের। মঙ্গলবার। ছবি: সজলকুমার চট্টোপাধ্যায়

নদী পারাপারের কোনও সেতু নেই। তাই তার উপরের রেললাইন দিয়ে পারাপার হতেন পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলেই। এ জন্য মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটত। বারাসত-হাসনাবাদ শাখার বেলিয়াঘাটা স্টেশনের কাছে বিদ্যাধরীর উপর দিয়ে চলে গিয়েছে একটি রেলপথ। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, রেললাইনের ধার দিয়ে পারাপারের জন্য সেতু করা হোক। অবশেষে সেই দাবি মিটতে চলেছে। পূর্ব রেল সূত্রের খবর, সেতু তৈরির অনুমোদন মিলেছে, কাজও শুরু হয়েছে।

Advertisement

স্থানীয়েরা জানাচ্ছেন, ওই স্টেশন থেকে মৌলপোতা, দোগাছিয়া, হাসিয়া, বেলিয়াঘাটার মানুষ কর্মসূত্রে কলকাতা যাতায়াত করেন। নিত্যযাত্রীদের তালিকায় রয়েছে স্কুল ও কলেজ পড়ুয়ারাও। বিদ্যাধরী পারাপারের অন্য উপায় না থাকায় স্টেশনে যেতে রেললাইন দিয়েই যাতায়াত করেন তাঁরা। ওই শাখায় ডবল-লাইনের কাজ শেষ না হওয়ায় একটি লাইন দিয়েই ট্রেন যাওয়া-আসা করে। আচমকা ট্রেন আসায় দুর্ঘটনায় মৃত্যুও হয়েছে। রেল সূত্রের খবর, নির্মীয়মাণ ফুটব্রিজটি ৯০ মিটার দীর্ঘ, দু’মিটার চওড়া হবে। দু’ধারে থাকবে রেলিং। স্থানীয় বাসিন্দা রবিউল আলি মণ্ডল বলেন, ‘‘সেতুটি তৈরি হলে যাতায়াতের সুবিধা হবে। মৃত্যুর আতঙ্ক নিয়ে পথচলা বন্ধ হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement