‘দুয়ারে সরকার’ শিবির ঘিরে বিতর্ক। — নিজস্ব চিত্র।
স্কুল বন্ধ করে চলছে ‘দুয়ারে সরকার’ শিবির। সোমবার এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। আর তা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সোমবার দেগঙ্গা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষালের আবাদ প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল ‘দুয়ারে সরকার’ শিবির। এ জন্য স্কুল ছুটি দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও তা মানতে নারাজ তৃণমূল শিবির। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি পলাশ সরকারের অভিযোগ, ‘‘সরকার খরচ বাঁচাতে স্কুল বন্ধ রেখেছে নানা অজুহাতে। শিশুদের নিরক্ষর করে তাদের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে তৃণমূল সরকার।’’
বিজেপির অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে পঞ্চায়েত প্রধান বাবলু পাড়ুই। তাঁর দাবি, ‘‘আগে থেকে স্থির হয়েছিল শনিবার ‘দুয়ারে সরকার’ শিবির বসবে। তাই সোমবার যাতে সকালে স্কুল বসে তা নিয়ে আগেই প্রধানশিক্ষকের সঙ্গে আলোচনা করে স্থির করা হয়েছিল। বিজেপি যা বলছে তা সম্পূর্ণ ভুল।’’
ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল হক বলেন, ‘‘পরীক্ষা চলছে বলে স্কুল সকাল সাড়ে ন’টা থেকে সাড়ে দশটা পর্যন্ত স্কুল হয়েছে। আমরা গ্রামের স্বার্থে এটা করেছি।’’