Drugs smuggling

চিকিৎসকের লোগো লাগানো গাড়ি করে গাঁজা পাচার! বারুইপুরে গ্রেফতার ওড়িশার মহিলা-সহ চার

পুলিশ সূত্রে খবর, কুরালি মোড়ে নাকা চেকিং করছিল পুলিশ। সেই সময় চিকিৎসকের লোগো লাগানো একটি প্রাইভেট গাড়িকে তল্লাশির জন্য আটকানো হয়। পরে সেই গাড়ি থেকেই উদ্ধার হয় ১২০ কেজি গাঁজা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বারুইপুর শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৮:৫৪
Share:

—প্রতীকী চিত্র।

চিকিৎসকের লোগো লাগানো গাড়িতে করে মাদক পাচার! দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে গ্রেফতার এক মহিলা-সহ চার জন। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজাও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কুরালি মোড়ে নাকা চেকিং করছিল পুলিশ। সেই সময় চিকিৎসকের লোগো লাগানো একটি প্রাইভেট গাড়িকে তল্লাশির জন্য আটকানো হয়। পরে সেই গাড়ি থেকেই উদ্ধার হয় ১২০ কেজি গাঁজা। যার বাজারদর প্রায় ১৪ লক্ষ টাকা। গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ৮৮ টাকা নগদও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বাসন্তী সেনাপতি, দেবনাথ নস্কর, শৌভিক বৈদ্য এবং কার্তিক নস্কর। বাসন্তী ওড়িশার বাসিন্দা। দেবনাথ গাড়িচালক। শৌভিক ক্যানিং এবং কার্তিক কুলতলির বাসিন্দা।

Advertisement

বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, ‘‘গাড়িটি বালেশ্বর থেকে আসছিল। ক্যানিংয়ের দিকে যাওয়ার কথা ছিল। গাড়িটি কার, তা খতিয়ে দেখছে পুলিশ। মাদক কোথায় কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement