Bus Owners

বেআইনি গাড়ি বন্ধের দাবিতে বাস ধর্মঘটের ডাক

সুন্দরবন এলাকায় প্রায় সাড়ে ৩০০ বাস, মিনিবাস চলাচল করে। রহিচের দাবি, বেআইনি গাড়ি চলাচলের কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বেআইনি গাড়ি বন্ধের দাবিতে বাস ধর্মঘটের ডাক দিল জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর্স অ্যাসোসিয়েশন। সোমবার থেকে টানা তিন দিন সুন্দরবন এলাকার সমস্ত বেসরকারি বাস এবং মিনিবাস বন্ধ থাকবে। স্বভাবতই, দুর্ভোগের মুখে পড়তে হবে যাত্রীদের।

Advertisement

সুন্দরবন বাস মালিক ইউনিয়নের সভাপতি রহিচউদ্দিন মোল্লা বলেন, ‘‘বহু দিন ধরে বিভিন্ন রুটে বেআইনি অটো, টোটো, ম্যাজিক গাড়ি, মোটর ভ্যানের বন্ধের দাবিতে একাধিক বার প্রশাসনের নানা স্তরে দাবি জানানো হয়েছে। কিন্তু সুরাহা হয়নি।’’

সুন্দরবন এলাকায় প্রায় সাড়ে ৩০০ বাস, মিনিবাস চলাচল করে। রহিচের দাবি, বেআইনি গাড়ি চলাচলের কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। এরই প্রতিবাদে আজ, সোমবার সকালে ডায়মন্ড হারবার মহকুমা অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ হবে বলে জানান তিনি। পাশাপাশি, সমস্ত বাস চলাচল তিন দিন বন্ধ রাখা হবে।

Advertisement

অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক (ডায়মন্ড হারবার) শুভাশিস ঘোষ বলেন, ‘‘বেআইনি গাড়ির বিষয়ে আমরা লাগাতার অভিযান চালাচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু বেআইনি ছোট গাড়ি বাতিল করা হয়েছে। বাস মালিক সংগঠনের কাছে আমরা ধর্মঘট বন্ধ রাখার জন্য অনুরোধ করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement