১ কোটি জেতা প্রদীপ সাহা। নিজস্ব চিত্র।
লটারির প্রথম পুরস্কার হিসাবে এক কোটি টাকা জিতলেন এক দিনমজুর। উত্তর ২৪ পরগনার গোপালনগরের ওই বাসিন্দার নাম প্রদীপ সাহা। এত টাকা জেতার পর তা কী ভাবে খরচ করবেন তা এখনও ঠিক করে উঠতে পারেননি তিনি। প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলেন না যে এ রকম একটা পুরস্কার তিনি জিতেছেন।
অতীতে নিয়মিত লটারি কাটতেন প্রদীপ। গরিব মানুষ দিন আনা দিন খাওয়া জীবন। তাই ভাগ্যে কী আছে তা ‘পরীক্ষা’ করতেন লটারি কেটে। তার পর বেশ কিছুদিন বন্ধও করে দিয়েছিলেন। সম্প্রতি অল্প অল্প করে কাটছিলেন লটারি। তাতেই বাজিমাত। একেবারে প্রথম পুরস্কার। ১ কোটি টাকা। এই খবর ছড়ানোর পরই আশেপাশের মানুষ তাঁর বাড়িতে আসতে শুরু করেন। যদিও পুরস্কারের টাকা এখনও হাতেও পাননি তিনি।
বৃদ্ধ বাবা-মা ও দুই মেয়েকে নিয়ে প্রদীপ বাবুর সংসার। তিনি বলেছেন, ‘‘পরিবারের সকলে মিলে একসঙ্গে যেমন ছিলাম। তেমন ভাবেই থাকতে চাই। গ্রামের মানুষের মতোই বাঁচতে চাই। আমার দুই মেয়ে যেন মানুষের মতো মানুষ হয় সেটাই চাই।’’ প্রদীপবাবুর এক প্রতিবেশী সুব্রত সাহা বলেছেন, ‘‘ছোটবেলা থেকেই একটু কষ্ট করে মানুষ হয়েছেন উনি। যার হাতে টাকা ছিল না তার হাতে হঠাৎ করে এত টাকা এসে গেলে কী করবে একটু বুঝতে অসুবিধা হয়।’