Honey Singh

শাহরুখের হাতে কষিয়ে চড় খেয়ে হাসপাতালে ছোটেন? ঠিক কী ঘটেছিল, জানালেন হানি সিংহ

খবর ছড়ায়, দুর্ব্যবহার করার জন্য নাকি হানি সিংহকে চড় মেরেছেন শাহরুখ। আমেরিকায় একটি অনুষ্ঠানে গিয়ে নাকি এই কাণ্ড বাঁধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৬:০৯
Share:

হানি সিংহকে চড় মেরেছিলেন শাহরুখ খান? ছবি: সংগৃহীত।

বিতর্কে বার বার উঠে এসেছেন হানি সিংহ। এমনকি শাহরুখ খানের হাতে নাকি চড় পর্যন্ত খেয়েছেন র‌্যাপার। সম্প্রতি হানি সিংহকে নিয়ে তৈরি তথ্যচিত্র মুক্তি পেয়েছে এক ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে নিজের পেশা ও ব্যক্তিগত জীবন উজার করে দিয়েছেন তিনি। প্রসঙ্গ ওঠে সেই চ়ড়-কাণ্ড নিয়েও।

Advertisement

ঘটনা ২০১৩-র। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে হানির একটি গান ছিল— ‘লুঙ্গি ডান্স’। সেই গান ঝড় তুলেছিল দর্শক মহলে। এখনও বিভিন্ন অনুষ্ঠানে বেজে ওঠে সেই গান। এর পরেই খবর ছড়ায়, দুর্ব্যবহার করার জন্য নাকি হানি সিংহকে সপাটে চড় মেরেছেন শাহরুখ। আমেরিকায় একটি অনুষ্ঠানে গিয়ে নাকি এই কাণ্ড বাঁধে। হানির আচরণ দেখে নিজেকে থামিয়ে রাখতে পারেননি এবং তাঁর গায়ে হাত তোলেন শাহরুখ। ফল স্বরূপ হানির মাথায় সেলাই পড়ে।

কিন্তু এই ঘটনা নাকি একেবারেই সত্য নয়। হানি জানিয়েছেন, সেই দিন নাকি কোনও ভাবেই অনুষ্ঠান করার ইচ্ছে ছিল না হানির। বার বার চেষ্টা করছিলেন, কী ভাবে অনুষ্ঠান বাতিল করা যায়। তখনই নিজের মাথা কামিয়ে ফেলেন তিনি। তখনও অনুষ্ঠান বাতিল হচ্ছিল না। আর কোনও উপায় না পেয়ে একটি শক্ত মগ দিয়ে নিজের মাথায় মারেন হানি। রক্তপাত শুরু হয়। এর জন্যই তাঁর মাথায় সেলাই পড়ে। এর সঙ্গে শাহরুখের কোনও যোগই নেই নাকি।

Advertisement

হানির কথায়, “কেউ একটা খবর ছড়িয়ে দেয়, শাহরুখ নাকি আমাকে চ়ড় মেরেছেন। ওই লোকটা আমাকে ভালবাসে। আমার উপর তিনি কখনওই হাত তুলতে পারেন না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement