বারাসতের বাজারে পুলিশের নজরদারি। নিজস্ব চিত্র।
রাজ্যের কোভিড সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গত তিন দিন ধরে শতাধিক আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলায়। এর মধ্যে বারাসতে রয়েছে ১৩টি কন্টেনমেন্ট জোন। কোভিড সংক্রমণ বাড়তেই তা নিয়ন্ত্রণের জন্য কড়া হল বারাসত মহকুমা প্রশাসন। বারাসত পুর এলাকায় বাজার খোলা থাকার সময়সীমা কমিয়ে দিল স্থানীয় প্রশাসন।
শনিবার থেকে বারাসতের ছ’টি বাজার খোলা থাকছে সকাল ৭ টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত। শুক্রবারই এই মর্মে বি়জ্ঞপ্তি দিয়েছেন বারাসতের মহকুমা শাসক সোমা সাউ। তার পর বারাসত পুর এলাকায় বাজার খোলা রাখার সময়সীমা মাইকের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। ১৪ দিনের জন্য এই বিধিনিষেধ জারি করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক। সাত দিন পর পরিস্থিতি পর্যালোচনা করে ফের সিদ্ধান্তের কথা জানানো হবে।
নতুন বিধি কেমন পালন হচ্ছে তা দেখার জন্য শনিবার সকাল ১০ টার পর, এসডিপিও-র নেতৃত্বাধীন পুলিশকর্মীরা বারাসতের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেছেন। বারাসত পুর এলাকার ছ’টি বাজারেই গিয়েছিল পুলিশ। বারবার বলা সত্ত্বেও বটতলা বাজারে এক ব্যবসায়ী দোকান বন্ধ করতে রাজি না হওয়ায় তাঁকে আটক করেছে পুলিশ।