চালক-খালাসিদের নিয়ে শিবির। ছবি: নির্মাল্য প্রামাণিক
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কয়েক দিন আগেই পেট্রাপোল সীমান্তে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। দু’দেশের মধ্যে যাতায়াত করা মানুষদের উপরে নজর রাখা হচ্ছে।
বিশেষ করে চিন, ইরানের মতো দেশগুলি থেকে যাঁরা আসছেন, তাঁদের উপরে বিশেষ নজর রাখা হচ্ছে। ঘোজাডাঙা সীমান্তেও বাংলাদেশ থেকে আসা লোকজনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
এ বার পেট্রাপোলে ট্রাক চালক ও খালাসিদের নিয়ে করোনা-সংক্রমণ নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করল ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)।
শনিবার ওই শিবিরে চিকিৎসক সব্যসাচী মাইতি বলেন, ‘‘চালক-খালাসিদের করোনা-সংক্রমণ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দেওয়া হয়েছে। তাঁদের কিছু প্রশ্ন ছিল। আমরা উত্তর দিয়েছি।’’
এ দিন স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে পেট্রাপোলে বৈঠক করা হয়। কী ভাবে আরও ভাল ভাবে করোনা-সংক্রমণ মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
বনগাঁর মহকুমাশাসক কাকলি মুখোপাধ্যায় বলেন, ‘‘মহকুমা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডটি তৈরি রাখা হচ্ছে।’’