Coronavirus

দুই সপ্তাহের নিষেধ, কড়া নজর সীমান্তে

ভুটানের নিষেধাজ্ঞার জেরে এবার করোনাভাইরাস ঠেকাতে তৎপরতা বাড়ল আলিপুরদুয়ার জেলায়।

Advertisement

পার্থ চক্রবর্তী ও সব্যসাচী ঘোষ

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২০ ০৩:৫৪
Share:

সতর্কতা: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিরাপত্তারক্ষীরা ব্যবহার করছেন মাস্ক। নিজস্ব চিত্র

সিকিম বিদেশি পর্যটকদের প্রবেশ নিষেধ করেছে। এবার একই পথে হাঁটল প্রতিবেশী দেশ ভুটান। ভারত বা অন্য কোনও দেশের নাগরিক সড়ক বা আকাশপথে ভুটানে যেতে পারবেন না। করোনাভাইরাসের জন্য ভুটান সরকার শুক্রবার থেকে এই নির্দেশিকা জারি করেছে বলে শুক্রবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ। আগামী দু’সপ্তাহ এই নির্দেশ বজায় থাকবে বলেও ভুটান প্রশাসনের তরফে লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভুটানে এক আমেরিকার পর্যটকের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা যাওয়ার পরেই দ্রুত এই সিদ্ধান্ত নেয় ভুটান।

Advertisement

ভুটানের নিষেধাজ্ঞার জেরে এবার করোনাভাইরাস ঠেকাতে তৎপরতা বাড়ল আলিপুরদুয়ার জেলায়। আজ, শনিবার থেকে জেলার ভুটান সীমান্তে কড়া নজরদারি শুরুর সিদ্ধান্ত নিয়েছেন জেলার স্বাস্থ্যকর্তারা। পাশাপাশি, তপসিখাতার আয়ুষ হাসপাতালকে আইসোলেশন হাসপাতাল হিসেবে ব্যবহারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বিভিন্ন দেশ থেকে আগত জেলার পাঁচ বাসিন্দার উপর এই মুহূর্তে নজর রাখা হচ্ছে। প্রতিদিনই চিকিৎসকেরা তাঁদের বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখছেন।

গোটা দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তেই বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসেছিলেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্তারা। বৈঠকের পরই ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ৩০ শয্যা ও আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। দফতর সূত্রের খবর, ইতিমধ্যেই ফালাকাটা সুপার স্পেশালিটিতে আইসোলেশন ওয়ার্ডটি ব্যবহারের জন্য প্রস্তুতও হয়ে গিয়েছে। তবে জেলার স্বাস্থ্যকর্তারা এ দিন তপসিখাতার আয়ুষ হাসপাতালকে আইসোলেশন হাসপাতাল হিসাবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। আলিপুরদুয়ারের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, ‘‘এজন্য ওই হাসপাতালের ইন্ডোর খালি করে দেওয়া হচ্ছে। সেখানে ভেন্টিলেশনেরও ব্যবস্থা করা হচ্ছে।’’

Advertisement

এদিকে, ভুটানে আমেরিকার এক নাগরিকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় চিন্তা বাড়ছে জেলার স্বাস্থ্যকর্তাদের একাংশের মধ্যে। সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, আজ, শনিবার থেকে ভুটান সীমান্তে নজরদারি বাড়ানো হবে। সূত্রের খবর, জয়গাঁর পাশাপাশি মাদারিহাট ও কুমারগ্রামের ভুটান সীমান্তে এদেশের প্রবেশপথে সকাল থেকেই স্বাস্থ্যকর্মীরা থাকবেন। ভুটান থেকে এদেশে আগতদের স্বাস্থ্য পরীক্ষা করবেন তাঁরা। শুক্রবার জেলা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির বৈঠকেও করোনাভাইরাস নিয়ে আলোচনা হয়।

সিকিম, ভুটান, ডুয়ার্স নিয়েই পর্যটনের যে সার্কিট রয়েছে, তাতে এবারে সারসরি প্রভাব পরবে বলেই আশঙ্কা। ভুটানের আন্তর্জাতিক বিমান সংস্থা ড্রুক এয়ারের তরফেও পর্যটকদের বিমানে উঠতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement