CPIM

চাঁদা না মেলায় কাজ বন্ধের নালিশ 

স্থানীয় সূত্রের খবর, দেগঙ্গার বিভিন্ন গ্রামে বাড়িতে পানীয় জল দেওয়ার জন্য কেন্দ্রের জল মিশন প্রকল্পের কাজ চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ০৭:৫৭
Share:

—প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় সরকারের জল মিশন প্রকল্পের পাইপলাইনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার নুরনগর পঞ্চায়েতের রামনাথপুর গ্রামে। স্থানীয় সূত্রের খবর, দেগঙ্গার বিভিন্ন গ্রামে বাড়িতে পানীয় জল দেওয়ার জন্য কেন্দ্রের জল মিশন প্রকল্পের কাজ চলছে। রামনাথপুর গ্রামে ঠিকাদার সংস্থার কর্মীরা পাইপ বসানোর কাজ করছিলেন। গ্ৰামের সিপিএমের পঞ্চায়েত সদস্য অমর দাস শ্রমিকদের কাছে কালী পুজোর চাঁদা বাবদ ১০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ। ঠিকাদার সংস্থা ২০০০ টাকা দেয়। দাবি মতো টাকা না দেওয়ায় ওই পঞ্চায়েত সদস্য কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ। চলে যান সংস্থার কর্মীরা। অমর অভিযোগ মানেননি। তিনি বলেন, “সিডিউল না মেনে কাজ করছিল ঠিকা সংস্থা। তাই কাজ বন্ধ রাখা হয়েছে।” ঠিকাদার সংস্থার সাইট ম্যানেজার অজয় বর্মণ বলেন, “পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ সমস্ত পঞ্চায়েত সদস্যের কাছে সিডিউল দেওয়া আছে। সেই সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে।” পঞ্চায়েত প্রধান নজরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement