Female Doctor Threatened

মহিলা চিকিৎসককে ‘হুমকি’ অ্যাম্বুল্যান্স চালকদের

শবরীর অভিযোগ, বহির্বিভাগের সামনে অ্যাম্বুল্যান্স রাখার প্রতিবাদ করলে চালকদের একাংশ খারাপ ব্যবহার করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারুইপুর শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৪ ০৮:৪৮
Share:

—প্রতীকী চিত্র।

হাসপাতালে কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে সুপারের দ্বারস্থ হলেন এক মহিলা চিকিৎসক। অভিযোগ, হাসপাতালে বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকেরা তাঁকে হুমকি দিচ্ছেন। বারুইপুর মহকুমা হাসপাতালের ঘটনা।

Advertisement

ওই হাসপাতালের আয়ুর্বেদিক ক্লিনিকের চিকিৎসক শবরী সেনগুপ্ত। সপ্তাহে দু’দিন বহির্বিভাগে বসেন। মাস দুয়েক আগে বহির্বিভাগের সামনে অ্যাম্বুল্যান্স রাখা নিয়ে চালকদের সঙ্গে ঝামেলা হয় তাঁর। শবরীর অভিযোগ, বহির্বিভাগের সামনে অ্যাম্বুল্যান্স রাখার প্রতিবাদ করলে চালকদের একাংশ খারাপ ব্যবহার করেন। তাঁর অনুপস্থিতিতে আয়ুর্বেদিক ক্লিনিকের মহিলা ফার্মাসিস্টকে হুমকিও দেওয়া হয়। শবরীর দাবি, সে সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তাঁদের হস্তক্ষেপে অ্যাম্বুল্যান্সের পার্কিং সমস্যার সাময়িক সমাধান হয়।

বর্তমানে ফের বিধি ভেঙে বহির্বিভাগের সামনে অ্যাম্বুল্যান্স রাখা হলে বৃহস্পতিবার শবরী প্রতিবাদ করেন। তখন তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি লিখিত ভাবে হাসপাতালের সুপারকে জানান শবরী। অন্যান্য দফতরেও অভিযোগ করেন বলে তাঁর দাবি। শবরী বলেন, “হাসপাতালে পরিষেবা দেওয়া আমাদের কাজ। এ ধরনের ঘটনা কাজের পরিবেশ নষ্ট করছে।” বারুইপুর মহকুমা হাসপাতালের সুপার ধীরাজ রায় বলেন, “কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে এমন ঘটনা গ্রহণযোগ্য নয়। পুলিশকে জানানো হয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement