caning college corruption

কলেজের সম্পদ তছরুপের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

কলেজের হোস্টেলের নিরাপত্তারক্ষী অসীম দাসও নিজের বাড়ির আসবাব তৈরি করেছেন বলে অভিযোগ তুলেছেন কলেজের পরিচালন কমিটির দুই সদস্য যাদব বৈদ্য ও অশোক পাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২০ ০২:১০
Share:

প্রতীকী ছবি।

আমপানে ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজের বহু গাছ উপড়ে পড়ে। সেই গাছ কেটে কলেজের অধ্যক্ষ তিলক চট্টোপাধ্যায় নিজের বাড়ির জন্য আসবাব তৈরি করেছেন বলে অভিযোগ উঠল। কলেজের হোস্টেলের নিরাপত্তারক্ষী অসীম দাসও নিজের বাড়ির আসবাব তৈরি করেছেন বলে অভিযোগ তুলেছেন কলেজের পরিচালন কমিটির দুই সদস্য যাদব বৈদ্য ও অশোক পাত্র। শনিবার ক্যানিং থানায় অধ্যক্ষ ও হোস্টেল গার্ডের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, লকডাউনের শুরু থেকেই বন্ধ কলেজ। তবু গত কয়েক দিন কলেজের ভিতরে কাঠের আসবাব তৈরির কাজ চলছে বলে খবর পান পরিচালন কমিটির সদস্যেরা। শনিবার দুপুরে আচমকাই তাঁরা কলেজে পৌঁছন। তাঁদের দাবি, গিয়ে দেখেন নতুন গ্রন্থাগার ভবনের একটি ঘরে দু’জন ছুতোর মিস্ত্রি আসবাব তৈরির কাজ করছেন। তাঁরাই জানিয়েছেন, আমপানে পড়ে যাওয়া গাছের কাঠ দিয়ে আসবাব তৈরি করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

পরিচালন কমিটির ওই দুই সদস্য বলেন, ‘‘কলেজ বন্ধ থাকলেও অধ্যক্ষ তাঁর সাগরেদ অসীমকে দিয়ে কলেজের সম্পত্তি তছরুপ করছেন। সে কারণেই দু’জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে।’’

Advertisement

এ বিষয়ে ফোনে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘করোনা আবহে বাড়ি থেকেই কলেজের যাবতীয় কাজ করতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ, পড়ুয়াদের পরীক্ষা সবই সরকারি নির্দেশে বাড়ি থেকে করছি। আর কলেজের কাজ করার জন্য সেখান থেকে কিছু সামগ্রী আমার বাড়িতে আনতে হয়েছে।’’ তবে কলেজে আসবাব তৈরির কথা অস্বীকার করেছেন তিনি। এ সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন অধ্যক্ষ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement