Bhangar

আইএসএফ-তৃণমূলের মধ্যে মারামারি ভাঙড়ে

এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েক জন জখম হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশীপুর থানার কাঁঠালিয়া এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাঙড়  শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ০৯:২৪
Share:

ওহিদুল মোল্লা এবং আলিনুর মোল্লা।

দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইএসএফ কর্মীরা এলাকায় ফ্ল্যাগ, ফেস্টুন লাগাচ্ছিলেন। অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁদের পতাকা লাগাতে বাধা দেয়। উভয়ের পক্ষের মধ্যে হাতাহাতি, মারামারি বেধে যায়।

Advertisement

এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েক জন জখম হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশীপুর থানার কাঁঠালিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কাউকে গ্রেফতার করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে কলকাতায় রানি রাসমণি রোডে একটি সমাবেশ আছে। সমাবেশ উপলক্ষে এ দিন উত্তর কাঁঠালিয়া গ্রামে অঞ্চল সভাপতি ওহিদুল মোল্লার নেতৃত্বে দলের পক্ষ থেকে ফ্ল্যাগ, ফেস্টুন লাগানো হচ্ছিল।

Advertisement

অভিযোগ, সে সময়ে তৃণমূল কর্মীরা বাধা দেয়। মারপিট বাধে। ওহিদুল-সহ বেশ কয়েক জন জখম হন বলে অভিযোগ। অন্য দিকে, আইএসএফের মারে স্থানীয় তৃণমূল নেতা আলিনুর মোল্লা-সহ বেশ কয়েক জন জখম হন বলে অভিযোগ তৃণমূলের। ঘটনার প্রতিবাদে বিকেলে আইএসএফের পক্ষ থেকে এলাকায় মিছিল করা হয়। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ‘‘তৃণমূল বুঝতে পারছে, ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সে কারণে সন্ত্রাস সৃষ্টি করতে এ ভাবে আমাদের কর্মীদের আক্রমণ করছে।’’ অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা, তথা ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল ওদুত মোল্লা বলেন, ‘‘এ দিন ওই এলাকায় একটি স্কুল চলাকালীন সেখানে ওরা হই-হট্টগোল করছিল। তা নিয়ে আমাদের কর্মীরা প্রতিবাদ করেন। ওরা আক্রমণ করে। ওরা বুঝতে পারছে, এলাকায় ওদের জনসমর্থন কমছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement