Fox Attack

দেগঙ্গায় শিয়ালের কামড়ে জখম ৩ শিশু

দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, এর আগেও এলাকায় শিয়ালের উৎপাত হয়েছিল। সে সময়ে বন দফতরকে বিষয়টি জানানো হয়। তারা খাঁচা পেতে কয়েকটি শিয়াল ধরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দেগঙ্গা শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ০৮:৩৮
Share:

ঘাতক শেয়াল। — নিজস্ব চিত্র।

শিয়ালের কামড়ে জখম হল তিন জন শিশু। এক জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দেগঙ্গা থানার কলসুর এলাকার ঘটনা।

Advertisement

এ দিন সকালে বাড়ির কাছে আমবাগানে খেলা করছিল সকলে। হঠাৎ সেখানে হাজির হয় একটি শিয়াল। শিশুদের আক্রমণ করে। তাদের চিৎকারে আশপাশের মানুষ এসে শিয়ালটিকে পিটিয়ে মারেন। জখম শিশুদের প্রথমে মছলন্দপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনকে প্রাথমিক চিকি‌ৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য জনকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, এর আগেও এলাকায় শিয়ালের উৎপাত হয়েছিল। সে সময়ে বন দফতরকে বিষয়টি জানানো হয়। তারা খাঁচা পেতে কয়েকটি শিয়াল ধরে। এ দিনের ঘটনাও বন দফতরকে জানানো হয়েছে।

Advertisement

বন দফতরের এক কর্তার কথায়, ‘‘ঘটনা যা-ই ঘটুক না কেন, এ ভাবে বন্যপ্রাণীকে হত্যা করা যায় না। এটা শাস্তিযোগ্য অপরাধ। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’’ ছবিতে মেরে ফেলা হয়েছে শেয়ালটিকে। ছবি: সুদীপ ঘোষ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement