Jyotipriya Mullick

হাবড়ার উন্নয়ন নিয়ে খোঁজ ‘বালুদা’র, দাবি

গোবরডাঙার পুরপ্রধান শঙ্কর দত্ত, হাবড়ার প্রাক্তন পুরপ্রধান নীলিমেশ দাস, বারাসতের তৃণমূল নেতা তাপস দাশগুপ্ত সহ অনেকে দেখা করেছেন।

Advertisement

সীমান্ত মৈত্র  

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০৮:৪৮
Share:

হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। —ফাইল চিত্র।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় জামিন পেয়ে বুধবার রাতে সল্টলেকের বাড়িতে ফিরেছেন হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)। বুধবার দুপুরে তাঁর জামিনের কথা জানতে পেরেই হাবড়ার পুরপ্রধান নারায়ণ সাহা পুরসভার বেশ কিছু কাউন্সিলরকে নিয়ে পৌঁছে যান বালুর বাড়িতে। গিয়েছিলেন হাবড়া ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলি, হাবড়া শহর তৃণমূল সভাপতি সীতাংশু দাস। রাতে তাঁদের বালুর সঙ্গে কথাবার্তা হয়েছে বেশ কিছুক্ষণ। তৃণমূল সূত্রের খবর, ফোনেও জেলার বেশ কিছু নেতা-কর্মীর সঙ্গে কথা বলেছেন বালু।

Advertisement

হাবড়ার পুরপ্রধান বলেন, ‘‘বালুদার শরীর দুর্বল। ওজন অনেকটাই কমে গিয়েছে। এরই মধ্যে হাবড়ার উন্নয়ন নিয়ে আমার কাছে খোঁজ-খবর করেছেন। হাবড়ার বুস্টার পাম্প, কলতান অডিটোরিয়াম, বস্ত্রহাট সম্পর্কে জানতে চেয়েছেন। দ্রুত তিনি হাবড়ায় আসবেন বলে জানিয়েছেন।’’

বৃহস্পতিবার সকালেও বালুর বাড়িতে জেলার তৃণমূল নেতা-কর্মীদের ভিড় ছিল। গোবরডাঙার পুরপ্রধান শঙ্কর দত্ত, হাবড়ার প্রাক্তন পুরপ্রধান নীলিমেশ দাস, বারাসতের তৃণমূল নেতা তাপস দাশগুপ্ত সহ অনেকে দেখা করেছেন। বালুর বাড়ির সামনেও ভিড় ছিল কর্মীদের। বৃহস্পতিবার সকাল থেকেই বালু পুরোদস্তুর জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন বলে সূত্রের খবর। তাঁর বাড়িতে যাওয়া নেতা-কর্মীদের কাছ থেকে জেলা রাজনীতির হালহকিকত সম্পর্কে জেনে নিচ্ছেন।

Advertisement

বালুর বাড়িতে যাওয়া এক তৃণমূল নেতার কথায়, ‘‘বালুদা আগে যেমন বাড়িতে বসে নেতা-কর্মীদের সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা করতেন, খোসগল্পে মেতে উঠতেন, এ দিনও সেই ঝলক দেখা গিয়েছে।’’ এক তৃণমূল নেতার কথায়, ‘‘কর্মীদের সঙ্গেই বালুদা ভাল থাকেন। তাই তিনি কর্মীদের সঙ্গে মিশে যেতে খুব বেশি সময় নেবেন না বলেই মনে হয়।’’

তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, এত দিন জেলে থেকে চুল সাদা হয়ে গিয়েছিল বালুর। বৃহস্পতিবার চুলে রং করেছেন। আজ, শুক্রবার তাঁর চিকিৎসককে দেখাতে যাওয়ার কথা আছে। বালুর সঙ্গে দেখা করতে যাওয়া অনেকেই জানালেন, বালুদা তাদের আশ্বস্ত করে জানিয়েছেন, চিন্তার কিছু নেই। শীঘ্রই আবার নেতা-কর্মীদের সঙ্গে রাজনীতি শুরু করবেন। তাঁর সঙ্গে বুধবারই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কথা হয়ে গিয়েছে বলেও বালু জানিয়েছেন বলে ওই নেতাদের দাবি। তৃণমূলের এক জনপ্রতিনিধির কথায়, ‘‘শীঘ্রই হয় তো বালুদা আগের মতো জেট ক্যাটাগরির নিরাপত্তাও পেয়ে যাবেন।’’ আগামী রবিবারই বালু হাবড়ায় আসতে পারেন বলে দাবি তাঁর সঙ্গে দেখা করতে যাওয়া এক নেতার।

বালুর জামিনের খবরে হাবড়ায় তৃণমূল কর্মীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। হাবড়া শ্রীচৈতন্য কলেজ গেটের বাইরে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বালুর ছবি টাঙিয়ে আবির খেলা হয়। বালুর নামে স্লোগান দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement