Central Team

রাজনৈতিক হিংসার অভিযোগ খতিয়ে দেখতে দক্ষিণ ২৪ পরগনায় কেন্দ্রীয় দল

মাসখানেক আগেই জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল এসে সরেজমিনে ঘুরে দেখে রাজনৈতিক হিংসা কবলিত এলাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ২২:২৭
Share:

নিজস্ব চিত্র

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক হিংসার অভিযোগ তুলছিল বিজেপি। পরে একাধিক কেন্দ্রীয় কমিশনের দ্বারস্থ হয় তারা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে হাই কোর্টেরও দ্বারস্থ হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এ বার দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখল জাতীয় মানবাধিকার কমিশনের তিনটি প্রতিনিধি দল।

Advertisement

শনিবার সকালে নরেন্দ্রপুর থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে কমিশনের একটি দল। এর পর খেয়াদহ ও বোড়াল এলাকায় যায় দলটি। অন্য দিকে ফলতা বিধানসভার জাফরপুর, কাঠালিয়া ও দেবীপুরে যায় জাতীয় কমিশনের আরেকটি দল। বিষ্ণুপুর বিধানসভার কুলেরদাড়ি, মাগুরখালি ও বালেশ্বর এলাকার সন্ত্রাস কবলিত এলাকাতেও সরেজমিনে ঘুরে দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা। রবিবার সকালেও জেলার বেশ কয়েকটি জায়গায় পরিদর্শন করার কথা রয়েছে তাঁদের।

মাসখানেক আগেই জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল এসে সরেজমিনে ঘুরে দেখে রাজনৈতিক হিংসা কবলিত এলাকা। পরে শিশু সুরক্ষা কমিশনও ঘুরে গিয়ে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট জমা দেয়। ভোটের ফলাফল প্রকাশের পর থেকে জেলা জুড়ে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটতে শুরু করে বলে অভিযোগ করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। সন্ত্রাস কবলিত এলাকায় মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগে ওঠে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement