বাস পরিষেবার উদ্ধোধন করছেন বিধায়ক। ছবি: সামসুল হুদা
জীবনতলা থেকে রাজাবাজার পর্যন্ত বাস পরিষেবা চালু করল একটি বেসরকারি পরিবহন সংস্থা। শনিবার এই পরিষেবার উদ্বোধন করেন বিধায়ক সওকাত মোল্লা। এই এলাকা থেকে বহু মানুষ কলকাতায় কাজে যান। কিন্তু বেহাল যোগাযোগ ব্যবস্থার জন্য সমস্যায় পড়েন তাঁরা। বাস পরিষেবা চালু হওয়ায় তাঁরা উপকৃত হবেন। বিধায়ক সওকাত মোল্লা বলেন, “সুন্দরবনের অন্যতম পিছিয়ে পড়া এলাকা জীবনতলা। এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা ছিল না বললেই চলে। আমাদের সরকারের আমলে রাস্তাঘাট-সহ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে। আমরা চেষ্টা করছি কলকাতা-সহ শহরতলির সঙ্গে সুন্দর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে।” আগে জীবনতলা থেকে ধর্মতলা পর্যন্ত সরকারি পরিবহন সংস্থার বাস চলত। কিন্তু সম্প্রতি বেহাল রাস্তার জন্য সেই বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন এলাকার মানুষ। পরে মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তার গর্ত বোঝানোর ব্যবস্থা করে প্রশাসন। এরপরই এলাকার মানুষের চাহিদা মেনে বিধায়ক সওকাত মোল্লার উদ্যোগে বেসরকারি সংস্থার বাস পরিষেবা চালু করা হল।