নয়ানজুলিতে পড়ল বাস। — নিজস্ব চিত্র।
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী বাস পড়ল নয়ানজুলিতে। আহত অন্তত ২০ জন। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নারকেলতলার ঘটনা।
মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ডিএন ৩৮ বাসটি বসিরহাটের দিকে আসছিল। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় যায় বাসটি। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে যাত্রীদের উদ্ধার করেন। আহত ২০ জন। তাঁদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশু। আহতদের দ্রুত সারাফুল নির্মাণ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারও মাথা ফেটে গিয়েছে। আবার কারও হাত ভেঙে গিয়েছে।
যাত্রীরা জানিয়েছেন, দ্রুত গতিতে ছুটছিল বাসটি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্বরূপনগর থানার পুলিশ। বাসটিকে খাল থেকে তোলার চেষ্টা চলছে। অন্য দিকে, দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। ব্রেক ফেল করে, না কি গতির কারণে, কী ভাবে নিয়ন্ত্রণ হারাল গাড়িটি, সেই নিয়ে উঠছে প্রশ্ন। তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। বাসের চালক ও কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।