টুকরো খবর

স্ত্রীকে গলায় দড়ির ফাঁস দিয়ে খুনের অভিযোগে পুলিশ শনিবার সকালে এক যুবককে গ্রেফতার করল। ঘটনাটি বাগদা থানার সিন্দ্রানী এলাকার হরিনগর গ্রামের। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অপূর্ব বিশ্বাস। বাড়ি ওই গ্রামেই। তাঁকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৪ ০২:২০
Share:

স্ত্রীকে খুনে ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • বাগদা

Advertisement

স্ত্রীকে গলায় দড়ির ফাঁস দিয়ে খুনের অভিযোগে পুলিশ শনিবার সকালে এক যুবককে গ্রেফতার করল। ঘটনাটি বাগদা থানার সিন্দ্রানী এলাকার হরিনগর গ্রামের। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অপূর্ব বিশ্বাস। বাড়ি ওই গ্রামেই। তাঁকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর বাগদার নলডুগারি এলাকার বাসিন্দা সর্বাণী দত্তের (১৯) সঙ্গে বিয়ে হয় অপূর্বর। বিয়ের আগে প্রণয়ের সম্পর্কও ছিল দু’জনের। সর্বাণীর বাপের বাড়ির লোকের অভিযোগ, বিয়েতে নগদ টাকা, সোনার গয়না, আসবাবপত্র দেওয়া হয়েছিল। ওই বধূর মা দিপালীদেবীর অভিযোগ, “আরও টাকার দাবিতে মেয়ের উপরে নির্যাতন করা হত। ও বাপের বাড়িতে এসে আমাদের সব জানায়। দু’মাস আগে আবার আসতে চেয়েছিল। কিন্তু ওদের বাড়ির লোকজন মেয়েকে আসতে দেয়নি।” পুলিশে দায়ের করা অভিযোগে দীপালিদেবী দাবি করেছেন, ২৯ জুলাই বিকেলে অপূর্ব মেয়েকে খুন করে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। অপূর্ব অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement

দোকানে পড়ে ব্যবসায়ীর দেহ
নিজস্ব সংবাদদাতা • উস্থি

পৃথক দু’টি খুনের অভিযোগ উঠল উস্থিতে। শুক্রবার সকালে উস্থির সংগ্রামপুরহাটে নিজের মুদির দোকানে বিমল মান্না (৯০) নামে এক বৃদ্ধ খুন হন। তাঁর বাড়ি বহরামপুর মান্না পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংগ্রামপুরহাটে ওই বৃদ্ধের একটি মুদিখানার দোকান রয়েছে। প্রতি রাতে তিনি দোকানে এসে ঘুমোতেন। শুক্রবার সকালে বাসিন্দারা দেখতে পান, দোকানের শাটার অর্ধেক খোলা। ভিতরে রক্তাক্ত অবস্থায় বিমলবাবুর দেহ পড়ে রয়েছে। দোকানের ক্যাশ বাক্সের তালা ভাঙা। টাকা উধাও। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীর দল দোকানে চুরি করতে ঢুকেছিল। বিমলবাবু বাধা দিলে তারা তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে পালায়। তাতেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। মৃতের ছেলে রাজকুমার মান্নার অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অন্য দিকে, মন্দিরবাজারের টেকপাঁজা গ্রামের বাসিন্দা অভয়দুল্লা সর্দার (২৮) বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে তিনি আর ফেরেননি। পর দিন উস্থির কানপুর গ্রামের কাছে রাস্তার পাশে তাঁর গলার নলি কাটা দেহ দেখতে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতি-সহ নানা অপরাধমূলক কাজের অভিযোগ ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই অভয়দুল্লা খুন হয়েছে।

সোনার বিস্কুট উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুরে বিএসএফের ৪০ নম্বর ব্যাটালিয়নের হরিদাসপুর ক্যাম্পের জওয়ানেরা ১৩টি সোনার বিস্কুট উদ্ধার করলেন। এক পাচারকারীও ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোল সীমান্তের কাছে পেট্রাপোল গ্রামে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আটক যুবকের নাম তাজ্জব খান। বাড়ি ওই এলাকাতেই। উদ্ধার হওয়া বিস্কুটের ওজন প্রায় দেড় কিলোগ্রাম, আন্তর্জাতিক বাজারে যার দাম প্রায় ৪৪ লক্ষ টাকা। জেরায় ওই যুবক বিএসএফকে জানিয়েছে, বাংলাদেশের এক ব্যক্তি বিস্কুটগুলি দিয়ে তাকে বলেছিল, কাছে রেখে দিতে। কেউ যথাসময়ে ফোন করে তার কাছ থেকে বিস্কুট নিয়ে যাবে। রবিবার মোটরবাইকে করে পেট্রাপোল গ্রামের মধ্যে দিয়ে বিস্কুট নিয়ে যাচ্ছিল তাজ্জব। জওয়ানেরা তাকে আটকায়। আগেভাগে খবর ছিল বিএসএফের কাছে। তাজ্জবের লুঙ্গির কোঁচড় থেকে বিস্কুটগুলি মেলে। পেট্রাপোল সীমান্ত দিয়ে সোনা পাচার নতুন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে শুল্ক দফতর ও বিএসএফ কোটি কোটি টাকার সোনার বিস্কুট ও সোনার বাট ওই সীমান্তে আটক করেছে।

বাবাকে খুন করে পলাতক ছেলে
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং

বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। ইদ্রিস আলি সর্দার (৫৪) নামে নিহত ব্যক্তি থাকতেন ক্যানিংয়ের তালদির পূর্ব শিবনগর গ্রামে। রবিবার সকালে নিহতের ছেলে সাহাজুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে খাওয়া-দাওয়ার পরে ইদ্রিস ঘরে বসে টেলিভিশন দেখছিলেন। সে সময়ে তাঁর দ্বিতীয় পক্ষের সন্তান সাহাজুদ্দিন সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য বাবার সঙ্গে কথা বলতে আসেন। দু’জনের বচসা বাধে। অভিযোগ, সাহাজুদ্দিন কুড়ুল দিয়ে কোপায় ইদ্রিসকে। তাঁর চিত্‌কারে পরিবারের লোকজন ছুটে আসেন। পালিয়ে যায় সাহাজুদ্দিন। শুক্রবার ওই ঘটনার পরে ইদ্রিসকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে চিকিত্‌সকেরা মৃত বলে ঘোষণা করেন। খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। সাহাজুদ্দিনের খোঁজ চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে ইদ্রিস তাঁর প্রথম পক্ষের ছেলে ইলিয়াসের কাছে থাকছিলেন। তাতে সাহাজুদ্দিনের ধারণা হয়েছিল, বাবা তাঁর সমস্ত সম্পত্তি প্রথম পক্ষের ছেলেদেরই দিয়ে দেবেন। এ নিয়ে প্রায়ই ঝামেলা করত দ্বিতীয় পক্ষের ছেলেরা। ইদ্রিসের বড় ছেলে ইলিয়াস বলেন, “বাবার সম্পত্তির ভাগ চেয়ে প্রায়ই ঝামেলা করত ভাইয়েরা। বাবার টাকা পয়সা নিয়ে নেওয়ার চেষ্টা করত।”

কাটোয়ায় নিখোঁজ ছাত্র
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা

গত প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ কাটোয়ার ভারতীভবন উচ্চমাধ্যমিক স্কুলের নবম শ্রেণির এক ছাত্র। মিলটন বিশ্বাস নামে ওই ছাত্রের বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরের শিমুলপুরে। বছর দু’য়েক আগে সে কাটোয়ার বিশ্বসুখ সেবাশ্রম সঙ্ঘের ছাত্রাবাসে ভর্তি হয়। ১০ অগস্ট ওই সেবাশ্রম সঙ্ঘ কাটোয়া থানায় অভিযোগে জানায়, ৮ অগস্ট স্কুলে সাইকেল নিয়ে বেরিয়েছিল মিলটন। তার পরে আর তার কোনও খোঁজ মেলেনি। ওই ছাত্রের পরনে ছিল চেক জামা ও জিনসের প্যান্ট। মিলটনের বাবা স্বপনবাবু বলেন, “ভেবেছিলাম, ছেলে ওই ছাত্রাবাসে ভাল ভাবে থাকবে। কিন্তু এমন যে হবে, ভাবিনি।” ছেলেটির খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধর্ষণের অভিযোগে ধৃত

নাবালিকাকে ধষর্ণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করল ঢোলাহাট থানার পুলিশ। ধৃতের নাম বিনয় মাইতি। শনিবার আলিপুর বিশেষ আদালতের বিচারক তাঁকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কাকদ্বীপ হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়।

দেগঙ্গার একটি ক্লাবে খুঁটি পুজো।

মাতলায় মাছ ধরা। ক্যানিংয়ে ছবিটি তুলেছেন শশাঙ্ক মণ্ডল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement