হাসনাবাদ পঞ্চায়েত হাতছাড়া বামেদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
উত্তর ২৪ পরগনার হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতে ক্ষমতার পরিবর্তন হচ্ছে। দলবদলের ফলে বামফ্রন্টের হাত থেকে এই পঞ্চায়েত যাচ্ছে এ বার তৃণমূলের হাতে। এই পঞ্চায়েতে সিপিএমের সাত সদস্যের মধ্যে তিন জন বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিয়েছেন। এ দিন তপসিয়ায় তৃণমূল ভবনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের উপস্থিতিতে স্থানীয় সাংসদ ইদ্রিস আলি সিপিএমের দলত্যাগীদের স্বাগত জানান। পরে মুকুলবাবু বলেন, “হাসনাবাদে সিপিএমের সাত, সিপিআইয়ের এক, তৃণমূলের চার এবং কংগ্রেসের এক সদস্য ছিলেন। সিপিএমের তিনজন তৃণমূলে যোগ দেওয়ায় এখন আমরাই সংখ্যাগরিষ্ঠ।” আগামী ১১ সেপ্টেম্বর তৃণমূল আনুষ্ঠানিক ভাবে হাসনাবাদ পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব নেবে বলে তিনি জানান।
ধর্ষণে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
শিশুকে ধর্ষণের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হল। বৃহস্পতিবার বারুইপুর আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক এই রায় শোনান। পুলিশ জানায়, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার জীবনমণ্ডলহাটের বাসিন্দা বিজয় প্রামাণিক প্রতিবেশী এক শিশুকে ধর্ষণ করে। ২০০৮ সালের জুলাই মাসের ওই ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শুরু হয় বিচার।
মাতলা থেকে দেহ উদ্ধার
মাতলা নদীতে নৌকোডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। সারা রাত তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকালে নদীর উপরে তৈরি হওয়া রেল সেতুর কাছে আলাউদ্দিন মোল্লা (৪২) নামে ওই ব্যক্তির দেহ ভাসতে দেখেন এলাকার মানুষজন। তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। বুধবার সকালে ক্যানিং ২ ব্লকের হেদিয়ার শিমূলতলার বাসিন্দা আলাউদ্দিন সপরিবার নিজেরই নৌকোয় চেপে এসেছিলেন ক্যানিংয়ের ডকঘাটে। বাড়ি ফেরার পথে নদীতে জোয়ার আসে। উল্টে পড়ে নৌকো। পরিবারের বাকি সদস্যেরা সাঁতরে পাড়ে ওঠেন। আলাউদ্দিন নিজেও উঠে পড়েছিলেন। কিন্তু দু’বছরের ছেলেকে তলিয়ে যেতে দেখে ফের জলে ঝাঁপান। সন্তানকে কোনও মতে রক্ষা করতে পারলেও নিজে জোয়ারের স্রোতের টানে তলিয়ে যান ওই ব্যক্তি।
রেললাইনে নেমে পুজো
—নিজস্ব চিত্র
ট্রেনের ধাক্কায় পরপর মৃত্যু ও আত্মহত্যার ঘটনা ঘটছিল উত্তর ২৪ পরগনার পূর্ব রেলের বারাসত-বসিরহাট শাখার কড়েয়া-কদম্বগাছি স্টেশন এলাকার মধুপুরে। শনিবারের ব্যস্ত সকালে ট্রেন আটকে রেললাইনে নেমে পুজো করলেন স্থানীয় মহিলারা। লাইনে নারকেল রাখার পরে তার উপর দিয়ে চলল ট্রেন। পুজোর জেরে প্রায় আধঘণ্টা আটকে থাকে আপ হাসনাবাদ লোকাল।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ১৭টি পয়েন্টে সিসি টিভি বসানো হয়েছে
হাবরা শহরে। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরীর
উপস্থিতিতে বৃহস্পতিবার চালু হল সেই ব্যবস্থা। —নিজস্ব চিত্র।
তোমার আমার স্বাধীনতা।