ছেলেকে নদী থেকে তুলতে গিয়ে তলিয়ে গেলেন বাবা
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
আলাউদ্দিনের খোঁজে। —নিজস্ব চিত্র।
জোয়ারের ঢেউয়ের নদীতে ধাক্কায় উল্টে পড়েছিল নৌকো। ছেলেকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন বাবা। বুধবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মাতলা নদীর ২ নম্বর লঞ্চঘাট এলাকায়। পুলিশ জানিয়েছে আলাউদ্দিন মোল্লা নামে মধ্যবয়সী ওই ব্যক্তির খোঁজ চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে আলাউদ্দিন সপরিবার নিজস্ব নৌকোয় ক্যানিং-২ ব্লকের হেদিয়ার শিমূলতলার বাড়ি থেকে ক্যানিংয়ের ডকঘাট এলাকায় কাজে এসেছিলেন। নৌকোয় ছিল আট জন। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। বাকিদের অনেককে রক্ষা করেন তিনি। কেউ কেউ নিজেরাই উঠে পড়েন পাড়ে। এ দিকে, দু’বছরের ছেলেকে স্রোতের টানে তলিয়ে যেতে দেখেন আলাউদ্দিন। তত ক্ষণে ডাঙায় উঠে পড়েছিলেন তিনি নিজেও। ওই দৃশ্য দেখে ফের নদীতে ঝাঁপ দেন আলাউদ্দিন। ছেলেকে উদ্ধার করে একটি নৌকোয় তুলে দেন। কিন্তু নিজে উঠতে পারেননি। ৬-৭টি নৌকো তল্লাশি চালাচ্ছে। নৌকোর বাকি যাত্রীদের ক্যানিং হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিত্যক্ত ঘর থেকে দেহ উদ্ধার
কাঁকিনাড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয়ের এক মাঝবয়সী ব্যক্তির দেহ উদ্ধার করল জগদ্দল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির সারা দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান কেউ তাঁকে খুন করে পরিত্যক্ত ঘরটিতে ফেলে রেখে গিয়েছে। পুলিশ তল্লাশি শুরু করেছে।
জাতীয় পতাকা কিনছে বনগাঁর এক তরুণী। বুধবার নির্মাল্য প্রামাণিকের তোলা ছবি।