বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ
নিজের বাগানের সজনে গাছে ডাঁটা পারতে উঠে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের রাজনগর শ্রীনাথ গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নগেন্দ্রনাথ মান্না (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন স্থানীয় উকিলেরহাট বাজার বসার দিন। ওই বাজারে ডাঁটা বিক্রি করার জন্য সকাল সাড়ে ৯টা নাগাদ একটি গাছে ডাঁটা পারতে গিয়েছিলেন নগেন্দ্রবাবু। ওই বাগানে একটি গাছের পাশ দিয়ে হাইটেনশন লাইনের তার গিয়েছে। প্রায় ৪০ ফুট উচ্চতা লম্বা ওই গাছে ডাঁটা ভাঙার জন্য একটি ডাল কাটেন ওই প্রৌঢ়। সে সময়ে বিদ্যুত্ লাইনের সঙ্গে কাটা ডালটি লেগে যায়। এতে পুরো গাছটাই বিদ্যুত্বাহী হয়ে যায়। বিদ্যুস্পৃষ্ট হয়ে গাছের সঙ্গে আটকে যায় নগেন্দ্রবাবুর দেহ। খবর পেয়ে পুলিশ এসে বিদ্যুত্ সংযোগ বন্ধ করে দেহ নামায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না-তদন্তের জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি
লরির চাকায় চাপা পড়ে মৃত্যু হল বাসের এক খালাসির। মঙ্গলবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়দিঘি বাজারে এম-১০ বাসস্ট্যান্ডে। পুলিশ জানায়, মৃতের নাম শেখর হালদার (২৯)। বাড়ি উস্তি থানার গোপালনগর গ্রামে। তিনি ওই রুটেরই একটি বাসের খালাসি ছিলেন। চালককে গ্রেফতার ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে বুধবার রায়দিঘি ডায়মন্ড হারবার রুটের এম-১০ বাস চলাচল বন্ধ রাখেন বাসকর্মীরা। পুলিশ লরিটি আটক করেছে। চালকের খোঁজ চলছে।