টুকরো খবর

গরু পাচারকারীদের হামলায় জখম হলেন এক বিএসএফ জওয়ান। পাল্টা গুলিতে মারা গিয়েছে দুই বাংলাদেশি গরু পাচারকারী। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বাগদার কাশীপুর সীমান্ত এলাকায়। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কিছু গরু পাচারকারী গরু নিয়ে সীমান্ত পেরনোর চেষ্টা করছিল। কাঁটাতার কাটছিল কয়েক জন।

Advertisement
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০৩
Share:

বিএসএফের গুলিতে মৃত্যু ২ গরু পাচারকারীর

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বাগদা

গরু পাচারকারীদের হামলায় জখম হলেন এক বিএসএফ জওয়ান। পাল্টা গুলিতে মারা গিয়েছে দুই বাংলাদেশি গরু পাচারকারী। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বাগদার কাশীপুর সীমান্ত এলাকায়। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কিছু গরু পাচারকারী গরু নিয়ে সীমান্ত পেরনোর চেষ্টা করছিল। কাঁটাতার কাটছিল কয়েক জন। সীমান্তের ও পারে বাংলাদেশের মহেশপুর থানার লেবুতলা। সে দিকেই যেতে চেয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু তা দেখে ফেলে প্রতিবাদ করেন বিএসএফের ১ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল মোহনলাল। সে সময়ে কয়েক জন পাচারকারী তাঁর উপরে ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। আশপাশ থেকে আরও কিছু জওয়ান এসে পড়েন। বিএসএফের দাবি, তাঁদের উপরেও অস্ত্র নিয়ে চড়াও হওয়ার চেষ্টা করেছিল পাচারকারীরা। সে সময়ে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। ঘটনাস্থলেই মারা যায় দুই পাচারকারী। পরে তাদের দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। মোহনলালকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। এ প্রসঙ্গে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ কর্তারা। ভোররাতে ৪-৫ রাউন্ড গুলির শব্দ পেয়ে আতঙ্ক ছড়ায় এলাকায়। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর বলেন, “এখন ভোট উপলক্ষে কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। চতুর্দিকে টহল শুরু হয়েছে। তা ছাড়া, সীমান্তে বিএসএফ জওয়ানদের টহল তো থাকেই। তারপরেও গরু পাচারকারীরা এমন তাণ্ডব করে গেল। এ থেকেই বোঝা যায়, পাচারকারীদের কী রকম দৌরাত্ম্য চলছে।”

Advertisement

প্রধান শিক্ষককে কাজে যোগ দিতে বাধার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • কুলপি

মাস দু’য়েক আগে কুলপির নিশ্চিন্তপুর আরডি ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক পদে যোগ দেওয়ার কথা ছিল এক শিক্ষকের। কিন্তু ডায়মন্ড হারবারের বাসিন্দা অমিয় মণ্ডল নামে ওই শিক্ষক এখনও পর্যন্ত কাজে যোগ দিতে পারেননি। অভিযোগ, তাঁকে কাজে যোগ দিতে বার বার বাধা দিচ্ছেন স্কুলের পরিচালন সমিতির সম্পাদক তথা তৃণমূল নেতা নারায়ণ ভৌমিক। জেলা স্কুল পরিদর্শক মৃন্ময় বসু বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।” স্কুল ও প্রশাসন সূত্রের খবর, অমিয়বাবু বার বার ওই স্কুলে কাজে যোগ দিতে গেলেও পরিচালন সমিতির সম্পাদক অ্যাপয়েন্টমেন্ট লেটার না দিয়ে নানা অজুহাত দেখিয়ে তাঁকে ফিরিয়ে দিচ্ছেন। অমিয়বাবু বলেন, “স্কুলে গেলে পরিচালন কমিটির সম্পাদক নারায়ণ ভৌমিক আমার সঙ্গে খারাপ ব্যবহারও করছেন। এত দিন ধরে আমি বাড়িতে রয়েছি। বাধ্য হয়ে বিষয়টি জেলা স্কুল পরিদর্শক ও স্কুল শিক্ষা কমিশনে জানিয়েছি।” কাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণবাবু। তাঁর কথায়, “আমাদের স্কুল পুরনো এবং নামকরা। শিক্ষা দফতর থেকে আমরা এক জন অভিজ্ঞ শিক্ষক চেয়েছিলাম। অমিয়বাবু বয়সে তরুণ। সে কারণে আমরা প্রাথমিক ভাবে কিছু আপত্তি জানাই। তবে শিক্ষা দফতর নির্দেশ দিলে আমাদের আপত্তি নেই।”

গণপিটুনিতে যুবকের মৃত্যু

গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ঢোলাহাটের গঙ্গাধরপুর ধুপখালি বৈদ্যপাড়া গ্রামে। নিহত যুবকের বাড়ি ওই এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত সাড়ে ১২টা নাগাদ বৈদ্যপাড়া গ্রামে অচেনা কয়েকজন যুবককে ঘোরাঘুরি করতে দেখে বাসিন্দাদের সন্দেহ হয়। বেগতিক বুঝে বাকিরা পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে গ্রামবাসীরা। শুরু হয় গণপিটুনি। ওখানেই মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ জানিয়েছে, একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৩

আগ্নেয়াস্ত্র সহ তিন জনকে ধরল পুলিশ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে ক্যানিংয়ের বাহিরসোনা এলাকা থেকে ধৃতদের নাম উত্তম নস্কর, পবিত্র নস্কর ও সঞ্জীব সাঁফুই। প্রথম জনের বাড়ি ক্যানিংয়ের থুমকাঠি, দ্বিতীয় জনের বাড়ি কড়াকাঠি ও তৃতীয় জনের বাড়ি উত্তর তালদিতে। তাদের থেকে ২টি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সকলকে ধরে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ধৃতেরা আগ্নেয়াস্ত্র ও গুলি ওই এলাকায় বিক্রি করতে নিয়ে এসেছিল।

ভ্রম সংশোধন

বুধবার ১১ ফেব্রয়ারি প্রকাশিত হাবরার বাণীপুরে শিশু-স্বাস্থ্য প্রতিযোগিতার ছবিতে বিচারকের
নাম ভুলবশত লেখা হয়েছে সিদ্ধার্থ সেনগুপ্ত। ওই চিকিৎসকের নাম সিদ্ধার্থ মুখোপাধ্যায়।
এই ত্রুটির জন্য আমরা আন্তরিক দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement