সিপিএম, বিজেপির ১৪ জন প্রার্থী মনোনয়ন তুললেন

স্বামী তাবিবর বলেন, ‘‘আমরা তৃণমূল। কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলাম । সিপিএমের লোকজন আমার স্ত্রীকে ভুল বুঝিয়ে মনোনয়ন জমা করিয়েছিলেন। জানতে পেরে এ দিন মনোনয়ন তুলে নিয়েছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ০১:২৫
Share:

ভোটের আগেই বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কার্যত নিজেদের দখলে রাখল তৃণমূল।

Advertisement

বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের প্রথম দিনেই ওই পঞ্চায়েতের ১০ জন সিপিএম প্রার্থী ও ৪ জন বিজেপি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। এর আগে ১৮ আসনের ওই পঞ্চায়েতের ২টি আসন তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করেছিল। এ দিন সংখ্যা বেড়ে দাঁড়াল ১০টিতে।

এ দিন দুপুরে সিপিএম প্রার্থীরা বনগাঁর পুরপ্রধান শঙ্কর আঢ্যের নেতৃত্বে মিছিল করে বনগাঁ বিডিও অফিসে আসেন। সঙ্গে ছিলেন দলের প্রচুর কর্মী-সমর্থক। মনোনয়ন পত্র তুলে নিলেন যাঁরা, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী ছিলেন ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সিপিএমের পরিতোষ অধিকারী। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রচুর উন্নয়ন হচ্ছে। আগামী দিনে আমাদের এখানে আরও বেশি করে কাজ করতে মনোনয়ন পত্র তুলে নিয়েছি।’’ একই বক্তব্য বিজেপি প্রার্থী প্রশান্ত সরকারেরও।

Advertisement

এ দিন মনোনয়ন পত্র তুলতে স্বামীকে নিয়ে বিডিও অফিসে এসেছিলেন সিপিএম প্রার্থী সহিতুন মোড়ল। স্বামী তাবিবর বলেন, ‘‘আমরা তৃণমূল। কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলাম । সিপিএমের লোকজন আমার স্ত্রীকে ভুল বুঝিয়ে মনোনয়ন জমা করিয়েছিলেন। জানতে পেরে এ দিন মনোনয়ন তুলে নিয়েছি।’’

আবির খেললেন তৃণমূলের লোকজন।

মনোননয়পত্র তোলার পরে কয়েকজন সিপিএম প্রার্থীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন শঙ্কর। আবীর খেলা হয়। মিষ্টি বিতরণ শুরু হয়। পুরপ্রধান বলেন, ‘‘সিপিএম ও বিজেপি প্রার্থীরা আমাদের কাছে আবেদন করেছিলেন, তাঁরা এলাকায় উন্নয়নের স্বার্থে মনোনয়ন পত্র তুলে নিতে চান। আমাদের সঙ্গে কাজ করতে চান। তাই ওঁদের আমরা সমর্থন করেছি।’’ যদিও সিপিএম নেতা গোবিন্দ মণ্ডল বলেন, ‘‘আমাদের প্রার্থীদের চাপ দিয়ে মনোনয়ন পত্র তোলানো হয়েছে। অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করেননি।’’ বিজেপি নেতা মধুসূদন মণ্ডলের বক্তব্য, ‘‘রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নের চাপে ওঁরা মনোনয়ন তুলে নিতে বাধ্য হলেন।’’

যদিও এ দিন যাঁরা মনোনয়ন পত্র তুলেছেন, তাঁরা কোনও চাপের কথা মানতে চাননি। সকলেই জানিয়েছেন, স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেছেন। কেউ চাপ দেয়নি।’’

শঙ্করের কথায়, ‘‘প্রার্থী না পেয়ে বিরোধীরা এখন কুৎসা রটাচ্ছে।’’

ছবি: নির্মাল্য প্রামাণিক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement