প্রতীকী ছবি।
আবারও বোমা উদ্ধার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের একটি চাষজমি থেকে। কয়েকদিন আগেই ভাঙড়ের ভোগালি ১ পঞ্চায়েতের নাংলা পাল্পুর এলাকায় বোমা উদ্ধার হয়েছিল। মাঠের মধ্যে পড়ে ছিল ব্যাগভর্তি বোমা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার বোমা উদ্ধার হল। এ বার বোমা পাওয়া গেল শানপুকুর গ্রাম পঞ্চায়েতের সোমনাথ রায় কলোনির মাঝের পাড়া থেকে। ছেলেগোয়ালিয়া গ্রামের বাসিন্দা নজরুল মোল্লার কলা বাগান থেকে তাজা বোমা উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ বোমা উদ্ধার করলেও এই ঘটনায় এখনও কেউ আটক বা গ্রেফতার হননি। মাস খানেক আগে ঘটনাস্থল থেকে খানিক দূরে পিঠাপুকুর গ্রামে একটি সকেট বোমা কারখানার হদিস পেয়েছিল কাশীপুর থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার এত বোমা পাওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাত আড়াইটে নাগাদ কাশীপুর থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পায়, সোমনাথ কলোনির মাঠে কয়েক জন রাতের অন্ধকারে জমায়েত করেছেন। সেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশকে দেখে সেখান থেকে পালিয়ে যান তাঁরা। পুলিশ আধিকারিকেরা মাঠের মাঝখানে গিয়ে দেখতে পান এগারোটি তাজা বোমা পড়ে আছে। পাশে দু’টি নাইলনের ব্যাগ, দড়ি, সুতুলি, বোমা তৈরির চারশো গ্রাম মশলা পড়ে ছিল সেখানে। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা ওই মাঠে বসে রাতের অন্ধকারে বোমা তৈরি করছিলেন।