Barasat Flyover

সংস্কারের জন্য চার মাস আংশিক ভাবে বন্ধ থাকবে বারাসত উড়ালপুল, যানজটের আশঙ্কা

প্রশাসন সূত্রে খবর, প্রতি সপ্তাহে শনি এবং রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি। বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মে সেখানে যান চলাচল করবে। তবে ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করেছে প্রশাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৫:৫৪
Share:

বারাসত উড়ালপুল। — ফাইল চিত্র।

সংস্কারের কাজের জন্য চার মাস আংশিক ভাবে বন্ধ থাকবে বারাসত উড়ালপুল। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে সংস্কারের কাজ। সেই কাজের জন্য জেলা প্রশাসন, পূর্ত দফতর এবং বারাসত পুরসভা মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসন সূত্রে খবর, প্রতি সপ্তাহে শনি এবং রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি। বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মে সেখানে যান চলাচল করবে। তবে পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করেছে প্রশাসন।

Advertisement

যশোর রোড এবং ১২ নম্বর জাতীয় সড়ককে জুড়েছে বারাসত উড়ালপুলটি। চাঁপাডালি মোড়ের সঙ্গে কলোনি মোড়ের সংযোগ রক্ষা করেছে। সম্প্রতি পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারেরা সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম দোলতলা পুলিশ লাইনে জেলা পুলিশ এবং প্রশাসনের কর্তারা, বারাসত এবং মধ্যমগ্রামের পুরসভার পুরপ্রধান, বাস, ট্রাক, অটো ইউনিয়নের প্রতিনিধিরা একটি বৈঠক করেন। এর পরেই সংস্কারের কাজে সেতুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন, সংস্কারের জন্য সপ্তাহে যে দু’দিন সেতু বন্ধ থাকবে, সেই দু’দিন টোটো, অটো, ছোট গাড়িগুলি পুরসভার সামনের রাস্তা দিয়ে যাতায়াত করবে। পণ্যবাহী এবং ভারী যানবাহনগুলি ডাকবাংলো মোড় হয়ে ঘুরে যাবে চাঁপাডালি মোড়ে। এই চার মাস পুলিশকেও বাড়তি দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি। পুরসভার চেয়ারম্যান আরও জানিয়েছেন, সেতুর নীচে স্তম্ভগুলির সংস্কারের কাজ চলার সময় সংলগ্ন দোকানগুলি সপ্তাহের ওই দুটো দিন বন্ধ রাখতে হবে। নাগরিকদের একাংশের আশঙ্কা, সংস্কারের কাজ চলার সময় তীব্র যানজট হবে রাস্তায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement