Lakshmir Bhandar

ডিসেম্বর থেকে আরও পাঁচ লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা, বিধানসভায় জানালেন রাজ্যের মন্ত্রী শশী

বিধানসভায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রাজ‍্যে ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৫:১২
Share:

নতুন করে ৫ লক্ষ ৭ হাজার ২ জন মহিলার নাম ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। — ফাইল চিত্র।

ডিসেম্বর থেকে রাজ্যে আরও পাঁচ লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা। শুক্রবার বিধানসভায় জানিয়ে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানার প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, চলতি বছর জুন মাস পর্যন্ত রাজ্যে কত জন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। এই সুবিধা দিতে রাজ্য সরকারের কত খরচ হয়েছে, তা-ও জানিয়েছেন মন্ত্রী।

Advertisement

শুক্রবার শশী বিধানসভায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে ৫ লক্ষ ৭ হাজার ২ জন মহিলার নাম ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। ২৫ থেকে ৬০ বছরের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। যে মহিলাদের বয়স ৬০ বছর পেরিয়ে যাবে, তাঁরা বার্ধক্য ভাতা পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী। বিধায়কের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রাজ‍্যে ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন। এই মহিলাদের অনুদান দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে ১৩,৫২৩.৮৮ কোটি টাকা।

২০২১ সালের বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা রাজ্য সরকারের কাছে থেকে আর্থিক সহায়তা পান। রাজ্যে বসবাসকারী যে কোনও পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে রাজ্য সরকার। ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনে জানানো হয়, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু করা হবে। তার পর লোকসভার প্রচারেও বার বার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকেই হাতিয়ার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে এই সুবিধা বন্ধ করে দেবে বলেছে। তার পরে লোকসভা ভোটে রাজ্যে ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জয় পায় তৃণমূল। এ বার বিধানসভা শীতকালীন অধিবেশনে রাজ্য সরকার জানাল, রাজ্যে আরও পাঁচ লক্ষ মহিলা এই সুবিধা পেতে চলেছেন ডিসেম্বর থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement