ফাইল চিত্র।
উত্তর ২৪ পরগনার অশোকনগরের চেয়ারম্যান প্রবোধ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বারাসতের বিশেষ আদালত।
বছরখানেক আগে তাঁর জাত তুলে কুকথা বলার অভিযোগ করে ২০২১ সালে রাণু সরকার নামে এক মহিলা বারাসতের বিশেষ আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, প্রবোধ-সহ তিন তৃণমূল নেতা তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। জাত তুলে আক্রমণ করেছেন। অভিযোগ করা হয় রুমা সরকার এবং প্রদীপ সিংহ নামে আরও দুই তৃণমূল নেতার বিরুদ্ধেও। সোমবার সেই অভিযোগের প্রেক্ষিতে অশোকনগরের চেয়ারম্যানের বিরুদ্ধে তফসিলি আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত।
অভিযোগকারিণী রাণুর দাবি, তিনি তফসিলি জাতিভুক্ত। তাঁর জাত এবং চরিত্র নিয়ে অশ্রাব্য কথাবার্তা বলে অপদস্ত করেছেন ওই তিন নেতা। তাঁর বয়ানের ভিত্তিতে এই মামলার চার্জশিট জমা করার পর বিশেষ আদালতের নির্দেশ, অবিলম্বে ওই তিন জনকে গ্রেফতার করতে হবে।
যদিও প্রবোধের দাবি, এটা তাঁর বিরুদ্ধে অপপ্রচার। যদিও আইনি বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।