বুধবার রাতে নাম সংকীর্তন থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলার হয় তৃণমূলের অঞ্চল সভাপতি কল্যাণ দত্তের উপর। তারই প্রতিবাদে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে গোবরডাঙ্গা রোড প্রতাপ নগর এলাকায় অবরোধ করে তৃণমূল কর্মীরা।
রাস্তা অবরোধ করেছেন তৃণমূলকর্মীরা নিজস্ব চিত্র
উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভা দু'নম্বর পঞ্চায়েতে অঞ্চল সভাপতির উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করল তৃণমূল কর্মীরা।
বুধবার রাতে নাম সংকীর্তন থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলার হয় তৃণমূলের অঞ্চল সভাপতি কল্যাণ দত্তের উপর। তারই প্রতিবাদে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে গোবরডাঙ্গা রোড প্রতাপ নগর এলাকায় অবরোধ করে তৃণমূল কর্মীরা।
স্থানীয় তৃণমূলে নেতা সুমিত চক্রবর্তী বলেন, ‘‘রাতে ফেরার সময় রাত ১২টার সময় বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে পিছন থেকে কাটারি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা।’’
পুলিশ সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে এই হামলা হয়েছে। গোবরডাঙা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই পথ অবরোধে সামিল পঞ্চায়েত প্রধান উমা সরকারের বক্তব্য, ‘‘একটি পুকুরকে কেন্দ্র করে দীর্ঘ দিন পারিবারিক অশান্তি চলছে। তার জেরেই এই হামলা। তবে আমরা চাইছি এলাকা দুষ্কৃতী মুক্ত হোক। সে কারণেই আমরা অবরোধ করেছি। দুষ্কৃতীদের দ্রুত ধরার আশ্বাস পেলে আমরা অবরোধ তুলে নেব।’’