তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে কুলতুলি ব্লকের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকায় আহত হয়েছেন দু’পক্ষের অন্তত ১০ জন৷ —প্রতীকী চিত্র।
আবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকে। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে কুলতুলি ব্লকের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকায় আহত হয়েছেন দু’পক্ষের অন্তত ১০ জন৷ গুরুতর আহত এক বিজেপি কর্মীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ এ নিয়ে দু’পক্ষই কুলতুলি থানায় অভিযোগ দায়ের করেছে৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জয়নগর বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্কর জানান, শনিবার কুলতুলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে তাঁদের কর্মী সম্মেলন ছিল৷ পঞ্চায়েত ভোটের আগে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে কর্মীরা আলোচনায় বসেছিলেন৷ সেই মিটিংয়ে আচমকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ উৎপলের৷ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন৷ শনিবার রাতেই আহতদের কয়েক জনকে চিকিৎসার জন্য কুলতুলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্য দিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। তৃণমূলের কুলতুলি ব্লক সভাপতি মিন্টু প্রধান বলেন, ‘‘এলাকায় বিজেপির কোনও সংগঠন নেই। পঞ্চায়েত ভোটের আগে শান্ত এলাকাকে অশান্ত করতে বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদের কর্মীদের উপর হামলা চালানো হয়। আমাদের মহিলা কর্মীও আক্রান্ত হয়েছেন।’’
এই ঘটনা প্রসঙ্গে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, ‘‘দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ টহল দিচ্ছে৷’’ তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।