(বাঁ দিকে) অর্জুন সিহ। (ডান দিকে) পবন সিংহ। —ফাইল চিত্র।
অর্জুন সিংহের পর এ বার তাঁর পুত্র পবন। পৃথক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভাটপাড়ার বিধায়ককে তলব করল সিআইডি। মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের পুত্রকে ভবানী ভবনে হাজির থাকতে বলা হয়েছে। সোমবার বিধায়কের অনুপস্থিতে তাঁর বাড়ির দেওয়ালে নোটিস সাঁটিয়ে দিয়ে গিয়েছে পুলিশ। বিধায়ক পবনের দাবি, এটা রাজনৈতিক ষড়যন্ত্র।
২০২০ সালের ভাটপাড়া পুরসভার টেন্ডার পাশ নিয়ে মোটা অঙ্কের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করছে পুলিশ। এ নিয়ে একাধিক বার অর্জুনকে তলব করে সিআইডি। যার প্রেক্ষিতে প্রাক্তন বিজেপি সাংসদ অভিযোগ করেন, তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। ‘রাশিয়ান রাসায়নিক’-এর তত্ত্ব দেন তিনি। এ বার অর্জুন-পুত্র পবনকে একটি ব্যবসায়িক মামলায় ডেকে পাঠাল সিআইডি। বিজেপি বিধায়কের দাবি, সোমবার গভীর রাতে তাঁর বাড়িতে যায় পুলিশ। তিনি বাড়িতে ছিলেন না। নিরাপত্তারক্ষীর হাতে নোটিস দিতে চায় পুলিশ। তা নিতে অস্বীকার করায় দেওয়ালে তলবের নোটিস সাঁটিয়ে দেওয়া হয়।
সিআইডির তলব নিয়ে পবন বলেন, ‘‘২০১৯ সালেও আমায় তলব করা হয়েছিল। তখনই আমি আমার বক্তব্য জানিয়েছিলাম।’’ বিধায়ক জানান, তাঁর ভগ্নিপতির একটি ব্যবসা রয়েছে। তিনি সেখানে ‘স্লিপিং পার্টনার’ ছিলেন। অর্থাৎ,ব্যবসায় লগ্নি করলেও ব্যবসায়িক কর্মকাণ্ড বা কোম্পানির পরিচালনায় তাঁর কোনও ভূমিকা নেই। তাঁর ভগ্নিপতির কোম্পানির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ রয়েছে। সময় মতো ভাটপাড়া পুরসভার একটি কাজ শেষ না-করায় মামলা করেন পুর কর্তৃপক্ষ। সেই মামলায় তাঁকে ডেকে পাঠানোর নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে অভিযোগ পবনের। তিনি বলেন, ‘‘যা বলার আগেই বলেছিলাম। তা-ও আমাকে ডেকে পাঠিয়েছে সিআইডি। আমি যাব। তবে মঙ্গলবার আমার নানা কর্মসূচি এবং কাজ রয়েছে। মঙ্গলবার ভবানী ভবন যেতে পারব কি না, জানি না।’’ তৃণমূলের দিকে আঙুল তুলে পবনের সংযোজন, ‘‘সামনে ভোট। আমরা রাজ্যে বিরোধী দল করি। তাই এই কেস সম্পর্কে আমার কোনও যোগ না থাকা সত্ত্বেও পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে।’’