ক্ষোভ: বারাসত নবপল্লি কলোনি মোড়ে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলছেন সাধারণ মানুষ। রবিবার। ছবি: সুদীপ ঘোষ।
সরকারি রাস্তা জবরদখল করে রেখেছে ক্লাব। এই অভিযোগে ওই ক্লাবের পাঁচিল লাগোয়া দু’টি দরজা ভেঙে দিলেন স্থানীয়েরা। রবিবার, বারাসতের নবপল্লি এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ক্লাবটি জোর করে রাস্তা আটকে দেওয়ায় তাঁদের ১২ নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এ নিয়ে একাধিক বার বারাসত পুরসভা-সহ জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে অভিযোগ। এমনকি আজ, সোমবার এ নিয়ে বারাসত থানা ঘেরাও করার হুমকিও দিয়েছেন তাঁরা।
বারাসতের কলোনি মোড়ের কাছে সুভাষ ময়দান সংলগ্ন একটি ক্লাবের সামনে এ দিন বিক্ষোভ দেখান স্থানীয়েরা। তাঁরা জানান, খেলার মাঠের দু’প্রান্তে লোহার দরজা বসিয়ে রাস্তা বন্ধ করায় যাতায়াতে সমস্যা হচ্ছে। তাই ওই দরজার সামনেই এ দিন একত্রিত হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। অভিযোগ, রাস্তা বন্ধের কারণ ক্লাবের তরফে জানানো হয়নি। তাই বিক্ষোভকারীরা দু’পাশের দরজা ভেঙে দেন। ক্লাবের তরফে অবশ্য এ নিয়ে কিছু প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
সূত্রের খবর, বিক্ষোভের খবর পেয়ে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন পুরসভাকে সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে। বাসিন্দারা জানান, রাস্তাটি নিজেদের জমিরমধ্যে রয়েছে বলে ক্লাবের তরফে দাবি করা হলেও দু’টি জমির দাগ নম্বর আলাদা। বারাসত পুরসভার দাবি, রাস্তা খুলে দেওয়ার দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিতে চেষ্টা করেছে তারা। জেলা প্রশাসনের নির্দেশের কথাও জানিয়েছে পুরসভা।