migrant labourer

ফের ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা

ক্যানিং মহকুমার, ক্যানিং ১, ২ বাসন্তী, গোসাবা ব্লক এলাকায় প্রায় ১১ হাজার পরিযায়ী শ্রমিককে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisement
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৯
Share:

ভিনরাজ্যে কাজের খোঁজে ফিরছেন এঁরা। নিজস্ব চিত্র

এলাকায় উপযুক্ত কাজ না থাকায় এবং বাড়তি রোজগারের আশায় ফের ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা। করোনা পরিস্থিতিতে এবং লকডাউনের কারণে বহু শ্রমিক কাজ হারিয়ে নিজেদের এলাকায় ফিরে এসেছিলেন। অভিযোগ, এলাকায় ফেরার পরেও অনেক দক্ষ শ্রমিক উপযুক্ত কাজ পাননি। তাই লকডাউন শিথিল হতেই ফের পরিযায়ী শ্রমিকেরা ভিনরাজ্যে কাজে ফিরে যাচ্ছেন।
দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা ব্লকের কুমিরমারি, মোল্লাখালি, আমতলি ছাড়াও বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিকরা ফের দক্ষিণের রাজ্যগুলিতে কাজে ফিরতে শুরু করেছেন। সেখানে বাংলার শ্রমিকদের কদর আছে।
ইতিমধ্যে বাংলার ওই সমস্ত দক্ষ শ্রমিকদের সেখানকার মালিকপক্ষ যাতায়াত-সহ সমস্ত খরচ ও অতিরিক্ত মজুরি দিয়ে কাজে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।
এখনও আন্তঃরাজ্য দূরপাল্লার ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি। এই পরিস্থিতির মধ্যেও মালিকপক্ষ শ্রমিকদের কাজে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করেছেন।
এ বিষয়ে পরিযায়ী শ্রমিক পলাশ মণ্ডল, সমীরণ জোয়ারদাররা বলেন, ‘‘যেখানে কাজ করতাম। বেশ কিছু দিন আগে সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। সংস্থার খরচেই আমাদের যাওয়ার ব্যবস্থা হয়েছে। আগে আমরা ওখানে পাথর পালিশের কাজ করতাম ৪ টাকা প্রতি স্কোয়ার ফিটে। এখন মজুরি আগের থেকে বাড়ানো হবে বলা হয়েছে। থাকা-খাওয়ার সমস্ত খরচ সংস্থাই দেবে বলেছে।’’
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে ১০০ দিনের কাজ, উৎকর্ষ বাংলার মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের কাজের ব্যবস্থা করা হয়েছে।
ক্যানিং মহকুমার, ক্যানিং ১, ২ বাসন্তী, গোসাবা ব্লক এলাকায় প্রায় ১১ হাজার পরিযায়ী শ্রমিককে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা এখনও কাজ পাননি, তাঁরা ব্লক প্রশাসনের অফিসে যোগাযোগ করলে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ পেতে পারেন। ক্যানিংয়ের মহকুমাশাসক রবিপ্রকাশ মিনা বলেন, ‘‘আমার কাছে এ ধরনের কোনও খবর নেই যে পরিযায়ী শ্রমিকেরা ভিনরাজ্যে ফিরে যাচ্ছেন। যাঁরা কাজের জন্য আবেদন করছেন, তাঁদের ১০০ দিনের কাজ প্রকল্পে, উৎকর্ষ বাংলার মাধ্যমে কাজ দেওয়া হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement