উজাড় ম্যানগ্রোভ। নিজস্ব চিত্র।
সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে সাফ করে মেছোভেড়ি তৈরির অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। শুক্রবার সেই মামলার ভার্চুয়াল শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। আইনজীবীদের একটি সূত্র জানাচ্ছে, ঘটনার কথা জেনে ক্ষুব্ধ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। রাজ্য সরকারকে আগামী বুধবারের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে আদালতে।