Corona

করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ, ৩ দিন বাজার বন্ধের সিদ্ধান্ত রাজপুর-সোনারপুর পুরসভায়

আগামী সোমবার থেকে ৩ দিন বন্ধ থাকবে বাজার। তার পর পরিস্থিতি পর্যালোচনা করেই বাজার ফের বন্ধ রাখা হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৩:০০
Share:

রাজপুর-সোনারপুরে বাজার বন্ধের নির্দেশ। প্রতীকী চিত্র।

রাজ্য জুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা কমলেও, রাজপুর-সোনারপুর পুর এলাকায় সংক্রমিতের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি আয়ত্তে আনতে রাজপুর-সোনারপুর এলাকার সমস্ত বাজার ৩ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণে লাগাম পরাতে রুখতে কড়া পদক্ষেপ করার নির্দেশ আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই বাজার বন্ধ করার সিদ্ধান্ত।

Advertisement

আগামী সোমবার থেকে ৩ দিন বন্ধ থাকবে বাজার। তার পর পরিস্থিতি পর্যালোচনা করেই বাজার ফের বন্ধ রাখা হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার বাজার বন্ধ রাখা নিয়ে প্রচারও করা হয় রাজপুর-সোনারপুর পুর এলাকায়। সোনারপুর রাজপুর পুরসভায় মোট ৩৫ টি ওয়ার্ডে পাঁচ লক্ষের বেশি মানুষ বাস করেন। ওই পুরসভায় করোনা সংক্রমণের ধার আগের থেকে কমেছে। তবে প্রতি দিন ২৫ থেকে ৩০ জনের করোনা ধরা পড়ছে। আর তা নিয়েই উদ্বেগ। এর পরেই পুরসভার বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা যাতে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখেন সে জন্য প্রচার চালানো হয়। শুক্রবার পরিস্থিতি পর্যালোচনা করে ফের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন সূত্র জানা গিয়েছে। এর পাশাপাশি পুরসভার পক্ষ থেকে এও জানানো হয়েছে, প্রতি দিন পুরসভার গড়ে ৫ হাজার বাসিন্দাকে টিকা দেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement