প্রতীকী ছবি।
বাজার থেকে সাইকেল চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে বাতিস্তম্ভে বেঁধে মারধর করলেন দোকানি ও স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নৈহাটি স্টেশন সংলগ্ন আনন্দবাজার এলাকায়। ওই যুবককে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় আর কেউ এখনও গ্রেফতার হয়নি।
স্থানীয় সূত্রের খবর, বাজারে একটি সাইকেলের তালা খোলার চেষ্টা করার সময়ে অন্যদের সন্দেহ হওয়ায় ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন দোকানদার ও বাজার করতে আসা ক্রেতারা। পুলিশ জানায়, নৈহাটি স্টেশন চত্বরেই থাকেন মহম্মদ হানিফ নামে ওই যুবক। পুলিশের দাবি, খাবারের জন্য হাতে টাকা ছিল না বলে তিনি সাইকেল চুরির চেষ্টা করেছিলেন বলে পরে স্বীকার করেন হানিফ। কিন্তু তার আগেই তাঁকে বাতিস্তম্ভে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পরে থানায় নিয়ে যায়। কিন্তু প্রকাশ্যে বাজার এলাকায় চুরির চেষ্টার ঘটনায় সাইকেল রাখা নিয়ে ভীতি তৈরি হয়েছেস্থানীয়দের মধ্যে।
এ দিন বাজার কমিটির তরফে জানানো হয়, আনন্দবাজার এলাকায় রাস্তার পাশে সাইকেল রেখে অনেকে বাজার করেন। সেই সুযোগেই অভিযুক্ত সাইকেল চুরির চেষ্টা করেছিলেন। কিন্তু সাইকেল নিয়ে পালানোর সময়ে অন্যদের সন্দেহ হলে পিছনে ধাওয়া করে হানিফকে ধরে ফেলেন তাঁরা। এর পরেই উত্তেজিত জনতা চড়াও হয় ওই যুবকের উপরে। তাঁকে বাতিস্তম্ভের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে পুলিশকে খবর দেওয়া হয়।