Dead

পারমাদনে বেড়াতে গিয়ে ইছামতীর জলে ডুবে মৃত্যু পর্যটকের

বেড়াতে আসা পর্যটকদের মধ্যে প্রসেনজিৎ নদীতে নামেন। তিনি সাঁতার জানতেন না। তাই অন্যেরা তাঁকে জলে নামতে বারণ করেন। কিন্তু তিনি সে কথা না শুনেই জলে নেমে পড়েন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাসত শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ২২:০৯
Share:

ইছামতী থেকে উদ্ধার হওয়া দেহ। নিজস্ব চিত্র।

অভয়ারণ্যে বেড়াতে গিয়ে ইছামতী নদীতে নেমে ডুবে মৃত্যু হল এক পর্যটকের। মৃতের নাম প্রসেনজিৎ দাক্ষি (৫৪), তাঁর বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। তিনি ডানলপের একটি পর্যটন সংস্থার সঙ্গে উত্তর ২৪ পরগনার পারমাদন অভয়ারণ্যে বেড়াতে গিয়েছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ডানলপের ওই সংস্থার মাধ্যমে ৩৪ জন বাগদার মঙ্গলগঞ্জ সংলগ্ন পারমাদন অভয়ারণ্যে বেড়াতে যান। পর্যটকদের ওই দলে ৭ শিশু এবং ৭ জন মহিলাও ছিলেন। রবিবার বিকেলে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে প্রসেনজিৎ নদীতে নামেন। তিনি সাঁতার জানতেন না। তাই অন্যেরা তাঁকে জলে নামতে বারণ করেন। কিন্তু তিনি সে কথা না শুনেই জলে নেমে পড়েন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

নদীতে নামার কিছু ক্ষণের মধ্যেই প্রসেনজিৎৎ জলে তলিয়ে যান। বাকিরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর যায় পুলিশে। সোমবার সকালে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। প্রথমে দেহটি বাগদা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বনগাঁ মহকুমা হাসপাতালে দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

Advertisement

আরও পড়ুন: লোকাল ট্রেন চালু হলেও এখনই কপাল ফিরছে না হকারদের

মৃত প্রসেনজিতের আত্মীয় অভিজিৎ দাক্ষি জানিয়েছেন, অফিস থেকেই পারমাদন বেড়াতে গিয়েছিলেন তাঁরা। বিভিন্ন দলে ভাগ হয়ে ঘুরছিলেন। প্রসেনজিৎ জলে নামার সময় সবাই বারণ করেছিলেন। কিন্তু তিনি শোনেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement