arrested

শিক্ষিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বনগাঁয় গ্রেফতার প্রাথমিক স্কুলের শিক্ষক

পুলিশ সূত্রে খবর, গত শনিবার এক শিক্ষিকা পেট্রাপোল থানার অন্তর্গত হরিদাসপুরের বাসিন্দা ওই প্রাথমিক স্কুল শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ২১:৪৭
Share:

ফাইল চিত্র।

স্কুল শিক্ষিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার এক প্রাথমিক স্কুলের শিক্ষক। বুধবার ওই যুবককে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে বনগাঁ আদালতে হাজির করানো হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত শনিবার এক শিক্ষিকা পেট্রাপোল থানার অন্তর্গত হরিদাসপুরের বাসিন্দা ওই প্রাথমিক স্কুল শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের সঙ্গে অভিযোগকারিণীর দীর্ঘ দিনের পরিচয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। শিক্ষিকার অভিযোগ, ভালবাসার নামে এত দিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করেছেন অভিযুক্ত যুবক। কিন্তু বিয়ের কথা বললেই নানা অজুহাত দিয়ে এড়িয়ে যেতেন। শেষমেশ বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারিণী।

শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলায় রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে হাজির করানো হলে বিচারক ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরকারি আইনজীবী অসীম দে বলেন, ‘‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ যিনি করেছেন, তিনিও স্কুল শিক্ষিকা। তবে তাঁরা আলাদা স্কুলে পড়ান। পুলিশের তরফে সাত দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল। কিন্তু তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement