Attack

জমি নিয়ে বিবাদের জেরে বৌদিকে হাঁসুয়ার কোপ দেওরের

অভিযুক্ত অভিজিৎ পালের পরিবারে সঙ্গে তাদের জমি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল। তার জেরেই প্রায়ই অভিজিতের পরিবার অঞ্জনাদের উপর চড়াও হত। গত ৭ নভেম্বর অঞ্জনাদের বাড়িতে ঢুকে তাঁর উপর উপরে চড়াও হন অভিজিৎ।

Advertisement

নিজস্ব সংবাদাতা

বাগদা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ২৩:২৪
Share:

অঞ্জনা, অভিজিত। নিজস্ব চিত্র।

এক মহিলাকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগে গ্রেফতার হলেন তাঁর দেওর। উত্তর ২৪ পরগনায় বাগদা থানার বাণেশ্বরপুর এলাকার ঘটনা। ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। জমিজমা সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরেই এই আক্রমণ বলে জানা গিয়েছে।

Advertisement

আক্রান্ত মহিলা অঞ্জনা পালের পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অভিজিৎ পালের পরিবারে সঙ্গে তাদের জমি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল। তার জেরেই প্রায়ই অভিজিতের পরিবার অঞ্জনাদের উপর চড়াও হত। গত ৭ নভেম্বর অঞ্জনাদের বাড়িতে ঢুকে তাঁর উপর উপরে চড়াও হন অভিজিৎ। হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। মাথা-সহ শরীরের একাধিক জায়গায় হাঁসুয়ার কোপ পড়ে।

গুরুতর আহত অবস্থায় অঞ্জনাকে বাগদা হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। সেখান থেকে তাকে বনগাঁ হাসপাতালে রেফার করা হয়।। তাঁর মাথায় ও হাতে বেশ কয়েকটি সেলাই পড়েছে। বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত অভিজিৎ পলাতক ছিলেন। বুধবার তাঁকে বাগদা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement