Sexual Assault

মিছিলেই তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁচরাপাড়া ও হালিশহর এলাকার ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের যৌথ উদ্যোগে আয়োজিত ওই মিছিল বাগ মোড় এলাকায় আসতেই ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ব্যারাকপুর শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ০৮:০৮
Share:

—প্রতীকী চিত্র।

প্রতিবাদ মিছিলে এ বার খোদ পুলিশের বিরুদ্ধেই এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। ঘটনাস্থল ব্যারাকপুর শিল্পাঞ্চলের হালিশহর।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রবিবার রাতে হালিশহরের বাগমোড়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের যৌথ মিছিল বেরিয়েছিল। সেখানেই এক পুলিশ কনস্টেবল মত্ত অবস্থায় স্থানীয় এক তরুণীর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই তরুণী জানান, তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময়ে প্রতিবাদ মিছিলটি সেখান দিয়ে যাচ্ছিল। নারী সুরক্ষার দাবিতে দুই ফুটবল ক্লাবের সমর্থকেরা মিছিল করছেন দেখে তিনিও তাতে শামিল হন। মিছিলে হাঁটার সময়ে অভিযুক্ত কনস্টেবল তাঁর সঙ্গে অভব্য আচরণ ও কটূক্তি করেন
বলে তরুণীর দাবি।

ওই তরুণী বলেন, ‘‘মিছিল যাওয়ার সময়ে দেখলাম, এক জন পুলিশ কনস্টেবল রীতিমতো টলতে টলতে মিছিলের সবাইকে সরাচ্ছেন। কর্তব্যরত এক পুলিশকর্মীর মত্ত অবস্থায় থাকার প্রতিবাদ করেছিলাম। তখন উনি আমাকে ধাক্কা মেরে বাজে কথা বলেন। সেখানেই কর্মরত অন্য এক পুলিশকর্মীকে ঘটনার কথা জানালে তিনি বলেন, বিষয়টি ওই কনস্টেবলের ব্যক্তিগত। এর পরে আবার সেই মত্ত পুলিশকর্মী এসে বাজে কথা বলতে শুরু করেন।’’

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁচরাপাড়া ও হালিশহর এলাকার ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের যৌথ উদ্যোগে আয়োজিত ওই মিছিল বাগ মোড় এলাকায় আসতেই ঘটনাটি ঘটে। দুই ক্লাবের সমর্থকদেরও দাবি, কর্তব্যরত অবস্থায় নেশা করে হালিশহর থানার এক কনস্টেবল ওই তরুণীর সঙ্গে অভব্য আচরণ করেন। মিছিলে উপস্থিত কাঁচরাপাড়া ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্য আকাশনীল দে বলেন, ‘‘আমরা ঘটনার প্রতিবাদ করলেও কেউ অভিযুক্ত পুলিশকর্মীর উপরে চড়াও হইনি। ওই পুলিশকর্মীকে আমরাই থানা পর্যন্ত নিয়ে যাই। থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশের তরফে তদন্ত করার আশ্বাস দেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement