child electrocuted

বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চতুর্থ শ্রেণির ছাত্র, আনা হল কলকাতায়

স্থানীয় সূত্রে খবর, রোজকার মতো শুক্রবার মাঠে বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করতে গিয়েছিল সাবির। ইটভাটার জন্য জমা করা মাটির উঁচু ঢিপিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ১৬:০৩
Share:

নিজস্ব চিত্র।

বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চতুর্থ শ্রেণির এক ছাত্র। দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার অন্তর্গত তারাগঞ্জ গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত পড়ুয়া সাবির মোল্লাকে প্রথমে ফলতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হতে থাকায় সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রোজকার মতো শুক্রবার মাঠে বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করতে গিয়েছিল সাবির। ইটভাটার জন্য জমা করা মাটির উঁচু ঢিপিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এই ঘটনায় অবৈধ ভাবে মাটি জমা করে রাখার অভিযোগ তুলতে শুরু করেছেন এলাকাবাসীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement