Arrest

ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্র! বারুইপুরে ধৃত ৫

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বিগত দুই বছর ধরে চলছিল ওই কল সেন্টার। প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারুইপুর শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৬:৪৩
Share:

প্রতীকী ছবি।

ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্রের হদিস এ বার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। তল্লাশি চালিয়ে ৯টি অত্যাধুনিক কম্পিউটার ও অন্যান্য ডিজিটাল গেজেটস বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।

Advertisement

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বিগত দুই বছর ধরে চলছিল ওই কল সেন্টার। প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৄতেরা হলেন আবু বক্কর, শাহরুখ শেখ, মহম্মদ আলম, মহম্মদ সাহিললও শাহনাজ খান ৷ এঁরা সকলেই বারুইপুর থানা এলাকার মল্লিকপুরের বাসিন্দা ৷ ধৄত ৫ জনকে শুক্রবার বারুইপুর আদালতে হাজির করানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

বারুইপুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান, একটি পোর্টাল খুলে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নামে চলছিল এই প্রতারণা চক্র। পোর্টালে বেশ কিছু নম্বর দেওয়া থাকত। সেই নম্বরে স্বাস্থ্য পরিষেবা পেতে কেউ ফোন করলেই তাঁর সঙ্গে প্রতারণা করা হত বলে অভিযোগ ৷ পার্থ বলেন, ‘‘কী ভাবে পুরো অপারেশন চলত, তা জানতেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সেই কারণেই তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement